উত্তরাখণ্ডের সুড়ঙ্গে দুটি ট্রেনের মুখোমুখি সংঘর্ষ, জখম ৬০
বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৫
দেরাদুন, ৩১ ডিসেম্বর: সুড়ঙ্গের ভিতর দুটি ট্রেনের সংঘর্ষ। জখম হলেন প্রায় ৬০ জন শ্রমিক। গতকাল অর্থাৎ মঙ্গলবার রাতে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের পিপলকোটি সুড়ঙ্গে। এটি বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের অন্তর্গত। জানা গিয়েছে, আচমকাই একটি মালবাহী ট্রেনের সঙ্গে লোকো ট্রেনের মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে আহত হয়েছেন বহু যাত্রী। লোকো ট্রেনটিতে ছিলেন ১০৯ জন যাত্রী। তাঁদের মধ্যে ৬০ জন আহত হন। জখমদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।এলাকার মহকুমা শাসক জানান, আহত ৬০ জনকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাঁদের মধ্যে ১০ জনকে গোপেশ্বর এলাকার একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটল সে বিষয়ে এখনও পর্যন্ত বিস্তারিতভাবে কিছুই জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।