গাড়িতে যুবতীকে গণধর্ষণের পর ছুঁড়ে ফেলা হল রাস্তায়!
বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৫
গুরুগ্রাম, ৩১ ডিসেম্বর: গাড়িতে যুবতী গণধর্ষণের অভিযোগ। ঘটনাটি ঘটেছে গুরুগ্রাম-ফরিদাবাদ রোডে। গণধর্ষণের পর গাড়ি থেকে ছুঁড়ে ফেলা হল যুবতীকে। তার মুখে ১২টি সেলাই পড়েছে। শারীরিক অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন নির্যাতিতা। জানা গিয়েছে, গত সোমবার রাত ৮টা নাগাদ ওই যুবতীর তাঁর মায়ের সঙ্গে তর্কাতর্কি হয়। এরপর তিনি বাড়ি থেকে বেরিয়ে পড়েন। জানিয়েছিলেন কয়েক ঘণ্টার মধ্যেই ফিরে আসবেন। এরপর রাস্তায় একটি গাড়িতে লিফট নেন তিনি। ভ্যানে সেই সময় ২ জন যুবক ছিল। তারা যুবতীকে নিয়ে গন্তব্যের দিকে না গিয়ে গুরুগ্রাম-ফরিদাবাদ রোডের নির্জন এলাকায় গাড়িটি নিয়ে যায়। প্রবল ঠাণ্ডা এবং কুয়াশার ফলে রাস্তায় তখন সেভাবে মানুষজন ছিলেন না। সেই সুযোগে রাস্তার ধারে একটি নির্জন এলাকায় গাড়ি দাঁড় করিয়ে অভিযুক্তরা ওই যুবতীকে গণধর্ষণ করে বলে অভিযোগ। এরপর এসজিএম এলাকায় চলন্ত গাড়ি থেকে তাঁকে ফেলে দেওয়া হয়। রাস্তার ধারে পড়ে থাকা অবস্থায় কোনওরকমে নির্যাতিতা তাঁর বোনকে ফোন করেন। প্রায় সঙ্গ সঙ্গেই অকুস্থলে ছুটে আসে তাঁর পরিবার। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে ফরিদাবাদের একটি হাসপাতালে ভর্তি করা হয়। কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন যুবতীর পরিজনেরা। শুরু হয়েছে তদন্ত। ইতিমধ্যেই ২ জন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদও করা হচ্ছে। পুলিশ জানিয়েছে পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।