• মালবাহী ট্রাক থেকে ৩০ হাজার টাকা চুরি! পলাতক অভিযুক্ত খালাসি
    বর্তমান | ৩১ ডিসেম্বর ২০২৫
  • সংবাদদাতা, ময়নাগুড়ি: মালবাহী ট্রাক থেকে ৩০ হাজার টাকা চুরির অভিযোগ। ঘটনায় অভিযুক্ত গাড়ির খালাসি। এই ঘটনাটি ঘটেছে ময়নাগুড়ির ঝাঝাঙ্গি এলাকায়। আজ, বুধবার ট্রাকের চালক দেবেন্দ্র সিং পুরো বিষয়টি জানিয়ে ময়নাগুড়ি থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। এদিন ভোর তিনটে নাগাদ ঝাঝাঙ্গি এলাকায় গাড়ির চালক তথা পাঞ্জাবের বাসিন্দা দেবেন্দ্র সিং ট্রাক পার্কিং করে ঘুমোচ্ছিলেন।অভিযোগ উঠেছে, সেই সময়ই টাকা চুরির ঘটনাটি ঘটে। এরপর ভোর থেকেই দেখা মিলছে না অভিযুক্ত খালাসির। ট্রাক চালকের দাবি, অভিযুক্ত খালাসি ৩০ হাজার টাকা চুরি করে ঘটনাস্থল থেকে পালিয়েছে। চালকের লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পুলিস। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। 
  • Link to this news (বর্তমান)