• মেলায় কেন বিকোচ্ছে বাংলাদেশের বই? শ্যামনগরে তাণ্ডব হিন্দু জাগরণ মঞ্চের!
    প্রতিদিন | ৩১ ডিসেম্বর ২০২৫
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বাংলাদেশ অশান্তির আঁচ শ্যামনগর (Shyamnagar) বইমেলায়। বাংলাদেশের বই বিক্রির প্রতিবাদে কার্যত তাণ্ডব হিন্দু জাগরণ মঞ্চের (Hindu Jagran Manch)! মেলায় বিকিকিনির মাঝেই রীতিমতো ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়। অবশেষে জগদ্দল থানার পুলিশ গিয়ে আয়ত্তে আনে পরিস্থিতি।

    জানা গিয়েছে, প্রতিবছরের মতোই এবারও শ্যামনগরে গঙ্গার পাড়ে শুরু হয়েছে বইমেলা। এবছর ২২ তম বর্ষে পদার্পণ করেছে এই মেলা। দেশ-বিদেশের বহু লেখকের বই রয়েছে সেখানে। স্বাভাবিকভাবেই বইপ্রেমীরা ভিড় জমাচ্ছেন। শোনা যাচ্ছে, মেলার একটি স্টলে মিলছে বাংলাদেশের কবি-সাহিত্যিকদের বই। তারই প্রতিবাদে মঙ্গলবার রাতে মেলায় কার্যত তাণ্ডব চালায় হিন্দু জাগরণ মঞ্চের সদস্যরা। তাঁদের যুক্তি, বাংলাদেশে অত্যাচারিত হচ্ছেন হিন্দুরা। এই পরিস্থিতিতে ভারতের মেলায় সেদেশের বই বিক্রির অর্থ হিন্দুদের আবেগে আঘাত করা। তাই অবিলম্বে মেলা থেকে বাংলাদেশের বই সরিয়ে ফেলার দাবি জানান তাঁরা। মেলার আয়োজকদের নিয়ে প্রশ্ন তুলেছেন বিক্ষুব্ধরা। অবিলম্বে বাংলাদেশের বই না সরানো হলে বৃহত্তর আন্দোলনের ডাকও দিয়েছেন তাঁরা।

    হিন্দু জাগরণ মঞ্চের সদস্যদের কথায়, মেলা কর্তৃপক্ষ বিস্তারিত তথ্য না নিয়েই স্টল বসিয়েছে। তাঁদের উদাসীনতার কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে। এ প্রসঙ্গে মেলা কর্তৃপক্ষের দাবি, বইমেলায় অংশগ্রহণকারী স্টলগুলিকে নিয়ম মেনেই অনুমতি দেওয়া হয়েছিল। বিষয়টি খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাসও দিয়েছেন তিনি। এপ্রসঙ্গে এক বাসিন্দা বলেন, “শ্যামনগরের রাজনৈতিক পরিস্থিতিতে অনেক বদল এসেছে। বহুদিন ধরেই মেলায় যাই কিন্তু এভাবে বাংলা ভাষা ও সংস্কৃতির উপর আক্রমণ কখনও দেখিনি। তবে এটাও ঠিক, সম্প্রতি বাংলাদেশে যা ঘটছে তাতে ক্ষোভ থাকাও অস্বাভাবিক কিছু নয়।”
  • Link to this news (প্রতিদিন)