• বঙ্গ বিজেপিতে ফের ‘অ্যাক্টিভ’ দিলীপ? রুদ্ধদ্বার বৈঠকে কী বললেন শাহ?
    এই সময় | ০১ জানুয়ারি ২০২৬
  • রাজ্য বিজেপির সভাপতি থাকার সময়ে মাঠে-ময়দানে দাপট দেখিয়েছিলেন দিলীপ ঘোষ। তারপরে গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গিয়েছে। ২০২৪ সালের লোকসভা নির্বাচনে কীর্তি আজাদের কাছে হেরে যান দিলীপ। তারপর থেকেই বঙ্গ বিজেপিতে ব্যাকফুটে দেখা গিয়েছে দিলীপকে। এরই মধ্যে গত এপ্রিলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দিঘার জগন্নাথ ধামে সস্ত্রীক হাজির হয়েছিলেন দিলীপ। যা নিয়ে শুরু হয় তুমুল বিতর্ক। তার পর থেকে রাজ্যে বিজেপির বড় কোনও কর্মসূচিতে সে ভাবে দেখা যায়নি দিলীপ ঘোষকে।

    তবে এ বার রাজ্যের বিধানসভার ভোটে দিলীপের ‘ম্যাজিকের’ উপরেই কি ভরসা রাখতে চাইছে কেন্দ্রীয় বিজেপি? কারণ সূত্রের খবর, বুধবার সল্টলেক সেক্টর ফাইভের একটি হোটেলে মিনিট দশেক অমিত শাহের সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক হয়েছে দিলীপ ঘোষের। সেখানেই তাঁকে নতুন করে মাঠে নামতে বলা হয়েছে বলে সূত্রের খবর।

    সূত্রের খবর, নির্বাচনে কোনও একটি দায়িত্ব দেওয়া হতে পারে দিলীপ ঘোষকে। বিজেপি রাজ্যকে পাঁচটি জ়োনে ভাগ করে। তার মধ্যে একটি জ়োনের দায়িত্ব দেওয়া হতে পারে বলে সূত্রের খবর। দু’একদিনের মধ্যেই ভূপেন্দ্র যাদবের সঙ্গে ফের বৈঠকে বসতে পারেন দিলীপ ঘোষ।

    ২০১৬ থেকে ২০২১ সাল পর্যন্ত রাজ্য বিজেপির সভাপতি পদে ছিলেন দিলীপ ঘোষ। সেই সময়েই ভোট বেড়েছে বিজেপির। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে ৭৭টি আসন জিতে রাজ্যের বিরোধী আসনে বসে বিজেপি। যা এ রাজ্যে এখনও পর্যন্ত বিজেপির সবচেয়ে ভালো নির্বাচনী রেকর্ড। সেই কারণেই কি দিলীপকে অ্যাক্টিভ করতে চাইছে কেন্দ্রীয় নেতৃত্ব?

    এ দিন মিটিংয়ের পরে দিলীপ ঘোষ বলেন, ‘আমাকে ডাকা হয়েছিল শোনার জন্য...বাকি যা বলা হবে সেটা হবে।’ নতুন দায়িত্ব পেলেন কিছু? সাংবাদিকদের প্রশ্নের উত্তরে দিলীপ ঘোষের মন্তব্য, ‘আপনারা জানতে পারবেন।’

    তথ্য সহায়তা: মণিপুষ্পক সেনগুপ্ত, প্রীতিশ বন্দ্যোপাধ্যায়

  • Link to this news (এই সময়)