সংবাদদাতা, বিষ্ণুপুর: এসআইআর আতঙ্কে রাজ্যে ফের মৃত্যু! এবার ঘটনাস্থল বাঁকুড়ার বিষ্ণুপুর ব্লকের ভাড়া গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত লেদার ঘাট গ্রাম। সেখানকার বাসিন্দা রেহিমা খাতুন(বিবি) এসআইআর আতঙ্কে আত্মহত্যা করেছেন। এমনটাই অভিযোগ পরিবারের। আগামী ২ জানুয়ারি তাঁর এসআইআর সংক্রান্ত শুনানি ছিল। কিন্তু কোনও নথি তিনি খুঁজে পাচ্ছিলেন না। স্বামী নেই, রেহিমা খাতুন ক’দিন ধরেই এসআইআর আতঙ্কে আত্মহত্যা করার কথা বলছিলেন। এই বিষয়ে মৃতার জামাই বলেন, শ্বশুরমশাই মারা যাওয়ার পর, শাশুড়ি গত প্রায় ৩০ বছর ধরে আমার বাড়িতেই রয়েছেন।তাঁর আধার কার্ড, ভোটার কার্ড সবই রয়েছে, এতদিন ধরে তিনি ভোটও দিয়ে আসছেন। কিন্তু ২০০২ সালে ভোটার তালিকায় তাঁর নাম নেই। সেই কারণে তাঁকে শুনানির জন্য ডাকা হয়েছিল আগামী ২ জানুয়ারি। কিন্তু ওনার পক্ষে কোনও নথি জোগাড় করা সম্ভব হয়নি। সেই কারণেই ক’দিন ধরে তিনি বলছিলেন আমার আর বেঁচে থেকে লাভ নেই। আতঙ্কে ছিলেন। আমরা বিষয়টি পঞ্চায়েতে জানিয়েছিলাম। কিন্তু তার আগেই তিনি আত্মহত্যা করেছেন। এই বিষয়ে স্থানীয় পঞ্চায়েত প্রধান আশিষ ঘোষ বলেন রেহিমা খাতুনের রেসিডেন্সিয়াল সার্টিফিকেটের জন্য আমরা অনলাইনে আবেদন করেছিলাম। উনাকে আশ্বাসও দেওয়া হয়েছিল কোনও অসুবিধা হবে না। কিন্তু উনি আতঙ্কে আত্মহত্যা করেছেন।