• লক্ষ্য জিডিপি বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখা, বাজেটের আগে অর্থনীতিবিদদের দ্বারস্থ প্রধানমন্ত্রী
    প্রতিদিন | ০১ জানুয়ারি ২০২৬
  • বিশেষ সংবাদদাতা, নয়াদিল্লি: আসন্ন কেন্দ্রীয় বাজেটকে সামনে রেখে দেশের বিশিষ্ট অর্থনীতিবিদদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাজেট তৈরির আগে সরকারের নীতিগত অগ্রাধিকার ও অর্থনৈতিক রূপরেখা নিয়ে এই বৈঠকে বিস্তারিত আলোচনা হয়। আগামী ১ ফেব্রুয়ারি বাজেট পেশ করবেন নির্মলা সীতারমণ।

    মঙ্গলবার নীতি আয়োগের এই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল ‘আত্মনির্ভরতা এবং কাঠামোগত রূপান্তর, উন্নত ভারতের জন্য কর্মসূচি’। বৈঠকে প্রধানমন্ত্রী আত্মনির্ভরতা ও কাঠামোগত রূপান্তরে জোর দিয়ে ২০৪৭-এর লক্ষ্যেই বাজেট ও নীতি রূপায়ণের আহ্বান জানিয়ে বলেছেন, ২০৪৭ সালের মধ্যে উন্নত ভারতের স্বপ্ন এখন আর শুধু সরকারি লক্ষ্য নয়, তা একটি গণ-আকাঙ্ক্ষায় পরিণত হয়েছে। তাই সমস্ত নীতিগত সিদ্ধান্ত ও বাজেট পরিকল্পনা ২০৪৭ সালের উন্নত ভারতের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ হতে হবে।

    সূত্রের খবর, এদিনের বৈঠকে দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি, জিডিপি বৃদ্ধির ধারাবাহিকতা বজায় রাখা, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ এবং আর্থিক শৃঙ্খলা বজায় রাখার মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হয়েছে। বাজেটে উৎপাদন ও পরিষেবা খাতে উৎপাদনশীলতা ও প্রতিযোগিতা বাড়ানোর উপর বিশেষ গুরুত্ব দেওয়া উচিত বলেই অর্থনীতিবিদরা সুপারিশ করেছেন। পাশাপাশি বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যেও ভারতীয় অর্থনীতিকে স্থিতিশীল রাখতে বিনিয়োগ ও অভ্যন্তরীণ চাহিদা বাড়ানো অত্যন্ত জরুরি বলেও তারা জানিয়েছেন। সূত্রের খবর, বৈঠকে কৃত্রিম বুদ্ধিমত্তা তথা এআই নিয়ে বিশদে আলোচনা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে কীভাবে এআই-কে আরও ব্যবহার করা সম্ভব, সে বিষয়টিও আলোচনায় উঠে এসেছে।

    বৈঠকে, কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ, নীতি আয়োগের ভাইস চেয়ারম্যান সুমন বেরি-সহ শঙ্কর আচার্য, অশোক কে ভট্টাচার্য, সিদ্ধার্থ সান্যাল, উমাকান্ত দাশ, পিনাকী চক্রবর্তী, ইন্দ্রনীল সেনগুপ্ত, সমীরণ চক্রবর্তী, অভিমান দাস, রাহুল বাজোরিয়া, মণিকা হালানের মতো বিশিষ্ট অর্থনীতিবিদ ও বিশেষজ্ঞরা উপস্থিত ছিলেন।
  • Link to this news (প্রতিদিন)