• ডাইনি অপবাদে দম্পতিকে কুপিয়ে খুন অসমে, জ্বালিয়ে দেওয়া হল পরে
    প্রতিদিন | ০১ জানুয়ারি ২০২৬
  • সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ডাইনি অপবাদে দম্পতিকে হত্যার অভিযোগ উঠল অসমে। অভিযোগ, ঘরে ঢুকে প্রথমে তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। পরে জ্বালিয়ে দেওয়া হয়। মঙ্গলবার কার্বি জেলার হাওড়াঘাটের বেলোগুড়ি মুন্ডা গ্রামে ঘটনাটি ঘটেছে।

    নিহতের নাম গার্দি বিরওয়া (৪৩) এবং তাঁর স্ত্রী মীরা বিরওয়া (৩৩)। স্থানীয় সূত্রে খবর, আচমকাই দম্পতির বাড়িতে চড়াও হন গ্রামবাসীরা। সেই সময় তাঁদের ধারালো অস্ত্র দিয়ে কোপানো হয়। এর পর দম্পতির বাড়িই জ্বালিয়ে দেন গ্রামবাসীরা।

    খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছোয় পুলিশ। পুলিশ জানিয়েছে, তদন্ত শুরু হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে হামলাকারী গ্রামবাসীদের। তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে অসম পুলিশ। এক পুলিশ আধিকারিক সংবাদ সংস্থা পিটিআই-কে বলেছেন, “যে এলাকায় ঘটনাটি ঘটেছে, সেই এলাকায় মানুষেরা ভীষণই কুংস্কারাচ্ছন্ন। তদন্ত চলছে। গ্রেপ্তারও করা হয়েছে কয়েক জনকে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”
  • Link to this news (প্রতিদিন)