• গ্যাস লিক করে গেইলের সাব স্টেশনে ভয়াবহ বিস্ফোরণ, এলাকায় বন্ধ দোকানপাট, ব্যারিকেড রাস্তাতেও
    এই সময় | ০১ জানুয়ারি ২০২৬
  • গেইল ইন্ডিয়া লিমিটিডের একটি সাব স্টেশনে বিস্ফোরণের জেরে আতঙ্ক ছড়াল গোটা এলাকায়। বুধবার সন্ধ্যায় উত্তরপ্রদেশের উন্নাওয়ের ঘটনা। গ্যাস লিক করে আগুন লেগে যাওয়ার কারণেই বিস্ফোরণ বলে জানিয়েছে পুলিশ। ঘটনাস্থলে পৌঁছেছে দমকল। তবে হতাহতের কোনও ঘটনা ঘটেনি। এখনও পর্যন্ত গ্যাস লিক পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি।

    পুলিশ সূত্রে জানা গিয়েছে, এ দিন রাতে আচমকাই বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে এলাকা। দাউদাউ করে জ্বলে ওঠে গেইলের সাব স্টেশন। আতঙ্কে রাস্তায় বেরিয়ে পড়েন অনেকে। কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং বিশাল পুলিশ বাহিনী। শুরু হয় আগুন নেভানোর কাজ।

    গেইল কর্তৃপক্ষ জানিয়েছে, পরিস্থিতি সামাল দিতে লখনউ, অরাইয়া ও কানপুর থেকে বিশেষজ্ঞ ইঞ্জিনিয়ারদের একটি দলকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তবে গভীর রাত পর্যন্ত গ্যাস লিক পুরোপুরি বন্ধ হয়নি। ফলে নিশ্চিন্ত হতে পারছে না স্থানীয় প্রশাসন।

    সম্ভাব্য অগ্নিকাণ্ডের ঝুঁকি এড়াতে গোটা এলাকায় আগুন না জ্বালানোর পরামর্শ দিয়েছে পুলিশ। সতর্কতামূলক পদক্ষেপ হিসাবে রাস্তার ধারের দোকান এবং স্থানীয় বাসিন্দাদের গ্যাস সিলিন্ডার বা উনুন নিভিয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। কড়া নিরাপত্তা বলয়ে ঘিরে ফেলা হয়েছে সাব স্টেশন। সাধারণ মানুষের প্রবেশও নিষিদ্ধ করা হয়েছে।

    পরিস্থিতির গুরুত্ব বিবেচনা করে আচলগঞ্জ-উন্নাও সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে। ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূর পর্যন্ত গোটা এলাকা ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলেছে পুলিশ। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, গোটা পরিস্থিতির উপরে নজর রাখা হচ্ছে। গ্যাস লিক নিয়ন্ত্রণে আনার পরেই পরবর্তী পদক্ষেপ করা হবে।

  • Link to this news (এই সময়)