• নতুন বছরে ট্রেনের সময়সূচির বদল, জানাল দক্ষিণ-পূর্ব রেল
    এই সময় | ০১ জানুয়ারি ২০২৬
  • এই সময়, খড়্গপুর: নতুন বছরে পরিবর্তন ঘটছে ট্রেনের টাইম টেবিলেও। বেশ কয়েকটি ট্রেন যে সময়ে ছাড়ত সে সময় থেকে কিছু আগে বা পরে ছাড়বে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল। পাশাপাশি কয়েকটি ট্রেনের টার্মিনালও পরিবর্তন করা হচ্ছে। এ ছাড়া দু'টি ট্রেনের নম্বর পরিবর্তন করা হবে বলে জানিয়েছে রেল। আজ, ১ জানুয়ারি থেকে তা কার্যকর হচ্ছে বলে জানিয়েছে দক্ষিণ-পূর্ব রেল।

    এক বিজ্ঞপ্তিতে রেল জানিয়েছে, ৬৪টি ট্রেনের সময় পরিবর্তন করা হচ্ছে। শালিমার-এলটিটি মুম্বই সন্ধে ৭টা ৩৫ মিনিটের পরিবর্তে সন্ধে ৭টা ২৫ মিনিটে শালিমার থেকে ছাড়বে। আবার শালিমার-এলটিটি মুম্বই রাত ৮টা ২০ মিনিটের পরিবর্তে ৮টা ১৫ মিনিটে ছাড়বে। হাওড়া-সিএসএমটি মুম্বই হাওড়া থেকে ভোর ৫টা ৪৫ মিনিটের পরিবর্তে ৫টা ৩৫ মিনিটে ছাড়বে। হাওড়া-পুরী রাত ১০টা ৩৫ মিনিটের পরিবর্তে রাত সাড়ে ১০টায় ছাড়বে আজ, ১ জানুয়ারি থেকে।

    এ দিন থেকেই খড়্গপুর-ঝাড়গ্রাম, খড়্গপুর-আদ্রা, খড়্গপুর-আসানসোল, শালিমার-পোরবন্দর, শালিমার গোরখপুর, শালিমার-ভুজ, হাওড়া-দিঘা, হাওড়া- টাটানগর, সাঁতরাগাছি-পুরুলিয়া, চক্রধরপুর-হাওড়া, বোকারো স্টিল সিটি-হাওড়া প্রভৃতি ট্রেনের সময় পরিবর্তন হয়েছে। যেমন, বাদামপুর শালিমার ট্রেনটি সকাল ৬টার পরিবর্তে ৬টা ১৫ মিনিটে শালিমারে পৌঁছবে। এমজিআর চেন্নাই-হাওড়া রাত ১১টা ৩০ মিনিটের পরিবর্তে ১১টা ২০ মিনিটে হাওড়ায় পৌঁছবে। টাইম টেবিল পরিবর্তনের পাশাপাশি চারটি ট্রেনের টার্মিনালও পরিবর্তন করা হচ্ছে। সেগুলো হলো- শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস শালিমার স্টেশন থেকে বিকেল ৩টে ১৫ মিনিটের পরিবর্তে হাওড়া থেকে ৩টে ১০ মিনিটে ছাড়বে।

    শালিমার-পুরী ধৌলি এক্সপ্রেস সকাল ৯টা ১৫ মিনিটে ছাড়ত শালিমার স্টেশন থেকে। ১ জানুয়ারি থেকে সেটি সকাল ৯টা ১০ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। আবার চেন্নাই-শালিমার করমণ্ডল এক্সপ্রেস সকাল ১১টা ৫ মিনিটে শালিমার স্টেশনের পরিবর্তে সকাল ১১টায় হাওড়া স্টেশনে পৌঁছবে। পুরী-শালিমার ধৌলি এক্সপ্রেস শালিমার স্টেশনে সন্ধে ৭টা ২৫ মিনিটের পরিবর্তে হাওড়া স্টেশনে পৌঁছবে সন্ধে সাড়ে ৭টায়। দু'টি ট্রেনের নম্বরও পরিবর্তন করা হয়েছে বলে জানিয়েছে রেল। ১২৮৯১ বাংরিপোসি-পুরী এক্সপ্রেসের নতুন নম্বর হচ্ছে ১৮৪০১। আর ১২৮৯২ পুরী-বাংরিপোসি এক্সপ্রেসের নম্বর পরিবর্তিত হয়ে হচ্ছে ১৮৪০২। ১ জানুয়ারি থেকে তা কার্যকর হয়ে যাচ্ছে বলে জানানো হয়েছে।

  • Link to this news (এই সময়)