• ‘আমি এখন দুবাইতে, হাদিকে খুন করেছে জামাত’, ভিডিয়ো প্রকাশ মূল অভিযুক্তের
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৬
  • নয়াদিল্লি: ‘আমি ফয়জল করিম মাসুদ। এখন দুবাইতে আছি। স্পষ্টভাবে একটা কথা বলতে চাই। আমি ওসমান হাদির খুনে জড়িত নই। আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। পুরোটাই ষড়যন্ত্র। আসলে ছাত্রনেতা হাদি জামাতের প্রোডাক্ট। তাঁকে হত্যা করেছে জামাতেরই লোকজন।’ বুধবার সামনে এল এমনই এক চাঞ্চল্যকর ভিডিয়োবার্তা। যুবনেতা হাদির মৃত্যু ঘিরে গত কয়েকদিন ধরে তোলপাড় বাংলাদেশ। দিনকয়েক আগে ঢাকা মেট্রোপলিটন পুলিশের তরফে দাবি করা হয়, হাদির হত্যাকারী ফয়জল করিম মাসুদ ও আলমগীর শেখ মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেছে। যদিও তা নস্যাৎ করে দেয় মেঘালয় পুলিশ ও বিএসএফ। এনিয়ে বাংলাদেশের তরফে বিভ্রান্তিকর দাবি তোলা হচ্ছিল। এরই মধ্যে এদিন সামনে এল ফয়জলের ভিডিয়ো (সত্যতা যাচাই করেনি বর্তমান)।নিজেকে ফয়জল পরিচয় দিয়ে ৪ মিনিট ১ সেকেন্ডের ওই ভিডিয়োবার্তায় যুবকের বক্তব্য, ‘ষড়যন্ত্রের জেরেই আমি দেশ ছাড়তে বাধ্য হয়েছি। বাংলাদেশ ছেড়ে দুবাইতে এসেছি। অনেক কষ্ট করে এখানে এসেছি। যদিও আমার কাছে পাঁচ বছরের ভিসা রয়েছে। একটা কথা বলতে চাই। শুধু আমি নই, আমার পরিবারকেও ফাঁসানো হয়েছে। তাদের হেনস্তা করা হচ্ছে। এটি কোনওভাবেই মেনে নেওয়া যায় না।’ ফয়জলের দাবি, হাদির সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তিনি একজন আইটি ফার্মের মালিক। আগে অর্থমন্ত্রকে কাজ করতেন। সেইসূত্রে হাদির অফিসেও গিয়েছিলেন। ছাত্রনেতার সঙ্গে একটা চাকরি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছিল। হাদিকে ৫ লক্ষ টাকাও দিয়েছিলেন তিনি। তবে এর সঙ্গে খুনের কোনও সম্পর্ক নেই। হাদির হত্যার নেপথ্যে রয়েছে জামাত।
  • Link to this news (বর্তমান)