বরাদ্দ হতে পারে প্রায় ১৫ হাজার কোটি টাকা, রেল প্রকল্পে বাংলাকে ঢালাও ‘উপহার’ দিয়ে ভোট বৈতরণী পেরতে মরিয়া গেরুয়া শিবির
বর্তমান | ০১ জানুয়ারি ২০২৬
দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: উপহারের মাধ্যম রেল। আর সেই উপহার দিয়েই পশ্চিমবঙ্গে ২০২৬ সালের ভোট বৈতরণী পেরতে মরিয়া মোদি সরকার। আগামী মাসচারেকের মধ্যে গুরুত্বপূর্ণ বিধানসভা নির্বাচন রাজ্যে। সরকারি সূত্রে খবর, ভোটমুখী বাংলায় এবার সার্বিকভাবে প্রায় ১৫ হাজার কোটি টাকার রেল বরাদ্দ ঘোষণা করা হতে পারে সাধারণ বাজেটে। যা ২০২৫-২৬ আর্থিক বছরে বাংলাকে রেলের বরাদ্দের তুলনায় আরও প্রায় এক হাজার কোটি টাকা বেশি। আগামী ১ ফেব্রুয়ারি, রবিবার ২০২৬-২৭ আর্থিক বছরের সাধারণ বাজেট ঘোষণা করবেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সেই বাজেটে সার্বিকভাবে রেল সেক্টরের জন্য বিপুল বরাদ্দ হতে চলেছে। জানা যাচ্ছে, সেই বিপুল বাজেট বরাদ্দ থেকেই উল্লেখযোগ্য পরিমাণ অর্থ অনুমোদিত হবে বাংলায় বিভিন্ন রেল প্রকল্পের বাস্তবায়নের লক্ষ্যে।
রেলমন্ত্রকের শীর্ষ সূত্রে খবর, ভোটমুখী পশ্চিমবঙ্গের শহর ও শহরতলির মানুষের কথা মাথায় রেখে মেট্রো প্রকল্পগুলিতে এবারের বাজেটে সবথেকে বেশি গুরুত্ব দিতে চলেছে কেন্দ্র। তাৎপর্যপূর্ণ বিষয়, এব্যাপারে খাতায় কলমে ‘অনিশ্চিত’ মেট্রো প্রকল্পেও লক্ষ্যণীয় বাজেট বরাদ্দ করা হতে পারে। সামগ্রিক বিষয়কেই অত্যন্ত ইঙ্গিতপূর্ণ বলে মনে করছে রেল বিশেষজ্ঞ মহল। ২০২৫-২৬ আর্থিক বছরে বাংলায় রেলের বাজেট বরাদ্দের পরিমাণ ছিল প্রায় ১৩ হাজার ৯৫৫ কোটি টাকা। সেই সময় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব যুক্তি দিয়েছিলেন, ২০০৯ থেকে ২০১৪ সাল পর্যন্ত কংগ্রেস আমলে বছরে গড়ে বাংলায় রেলের যা বরাদ্দ হত, ২০২৫-২৬ অর্থবর্ষের বরাদ্দকৃত অর্থের পরিমাণ তার তুলনায় প্রায় তিনগুণ বেশি। রেলমন্ত্রকের পরিসংখ্যান বলছে, এই মুহূর্তে পশ্চিমবঙ্গে নতুন ৪২টি রেল প্রকল্পের কাজ অনুমোদিত হয়ে রয়েছে। এর মধ্যে ১২টি নিউ লাইন, চারটি গেজ পরিবর্তন এবং ২৬টি ডাবলিং প্রকল্প। সব মিলিয়ে প্রায় দু’হাজার কিলোমিটার অংশের কাজ রূপায়িতও হয়েছে।
অন্যদিকে, রাজ্যের মেট্রো প্রকল্প নিয়ে রেলের ব্যাখ্যা, কলকাতা এবং শহরতলিতে ৫২ কিলোমিটার অংশের মোট চারটি মেট্রো করিডরের কাজ চলছে। কিন্তু জমির অভাবে প্রায় ২০ কিলোমিটার অংশের কাজ আটকে রয়েছে। রেলের খতিয়ান অনুসারে, জমি জটে আটকে থাকা বা ধীর গতিতে চলা মেট্রো প্রকল্পগুলির মধ্যে অন্যতম হল নিউ বারাকপুর-বারাসত, বরানগর-বারাকপুর, বেলেঘাটা-দমদম এয়ারপোর্ট এবং মাঝেরহাট-এসপ্ল্যানেড। এগুলি যথাক্রমে নোয়াপাড়া-বারাসত, বরানগর-বারাকপুর-দক্ষিণেশ্বর, নিউ গড়িয়া-দমদম এয়ারপোর্ট এবং জোকা-এসপ্ল্যানেড মেট্রো প্রকল্পের অংশ। রেল সূত্রে খবর, আটকে থাকা বা ধীর গতিতে চলা মেট্রো প্রকল্পগুলির অগ্রগতির হার বৃদ্ধির জন্যই আরও বেশি করে বাজেট বরাদ্দ করা হবে।