• পলহোয়েল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শতবর্ষের অনুষ্ঠান শুরু ৭ জানুয়ারি, বছরভর নানা কর্মসূচি
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৬
  • সোমনাথ চক্রবর্তী, ময়নাগুড়ি: শতবর্ষে পড়ল পলহোয়েল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। আগামী ৭ জানুয়ারি  থেকে ২০২৭ সালের ৭ জানুয়ারি পর্যন্ত বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ময়নাগুড়ির পলহোয়েল উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। শতবর্ষ উদযাপন কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, ৭ তারিখ সকাল ৭টায় দোমোহনি মোড় থেকে শুরু হবে পদযাত্রা। সেটি বিভিন্ন পথপরিক্রমা করে শেষ হবে স্কুল মাঠে। এরপর রয়েছে প্রাক্তন পড়ুয়াদের নিয়ে আলোচনা অনুষ্ঠান ‘চায়ে পেয়ে চর্চা’। প্রাক্তনীদের পুনর্মিলন হবে ওই অনুষ্ঠানের মধ্যে দিয়ে। ওই দিনই দুপুর ২টোয় স্বামী বিবেকানন্দের আবক্ষমূর্তি উন্মোচন করা হবে। অনুষ্ঠানে জলপাইগুড়ি জেলার পাশাপাশি রাজ্যের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হয়েছে। বর্তমান ও প্রাক্তনীদের নিয়ে অনুষ্ঠিত হবে নৃত্যনাট্য। সন্ধ্যায় রয়েছে কলকাতার শিল্পীদের নিয়ে সংগীতানুষ্ঠান। 

    পলহোয়েল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ১৯২৭ সালে স্থাপিত হয়েছিল। এই স্কুলে ইংরেজ আমলের একটি বিল্ডিং এখনও রয়েছে। হেরিটেজ ওই বিল্ডিং গ্রন্থাগার হিসেবে ব্যবহৃত হয়। ১৯৪৭ সালের পর যাঁরা এই স্কুলে পড়াশোনা করেছেন তাঁদের মধ্যে কিছু ছাত্রছাত্রীদের রেজাল্ট এখনও স্কুলে সযত্নে রাখা আছে। পড়াশোনার পাশাপাশি খেলাধুলোতে যথেষ্ট সুনাম অর্জন করেছে ময়নাগুড়ির এই স্কুল। ক্রীড়া শিক্ষক সুজন রায় প্রশিক্ষণ দেন পড়ুয়াদের। এই স্কুল দু’বার ফুটবলের জোন চ্যাম্পিয়ন হয়েছে। স্কুলের শিক্ষকদের নিয়ে আছে ক্রিকেট টিম। 

    স্কুলের শিক্ষাকর্মী পার্থ রায় বলেন, শিক্ষার পাশাপাশি আমাদের স্কুলের পড়ুয়ারা খেলাধুলোতেও নজর কাড়ছে। বেশ কয়েকজন প্রাক্তন ছাত্র বর্তমানে জুনিয়র ইস্টবেঙ্গল টিমে রয়েছে। স্কুলের শতবর্ষ উদযাপন কমিটির সম্পাদক জয়ন্ত ঘোষ জানিয়েছেন, শতবর্ষের অনুষ্ঠান ঘিরে সকলের মধ্যে তৎপরতা তুঙ্গে। বিশিষ্টজনদের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আগামী একবছর ধরে বিভিন্ন ধরনের অনুষ্ঠান করা হবে। প্রত্যেক প্রাক্তন ছাত্রছাত্রীকে অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, বলেন প্রধান শিক্ষক সঞ্জয় চক্রবর্তী।  • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)