• হুল্লোড়-পিকনিকে বছর বিদায়
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, মালদহ: পুরনোকে বিদায় জানিয়ে নতুনকে স্বাগত জানানোর পালা। ঠান্ডা উপেক্ষা করেই বর্ষবরণে মাতল গৌড়বঙ্গ। কার্নিভাল, পিকনিক সহ আয়োজনে কোনও খামতি ছিল না।

    বুধবার মালদহের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৯ ডিগ্রি সেলসিয়াস। যা মঙ্গলবারের থেকে প্রায় চার ডিগ্রি বেশি। যদিও স্বাভাবিকের থেকে সেটাই আবার ছয় ডিগ্রি কম। তিন-চারদিন পর এদিন সূর্যের দেখা মিললেও রোদের খুব একটা তেজ ছিল না বললেই চলে। কনকনে ঠান্ডা হাওয়ার গতিও কম ছিল কয়েকদিনের তুলনায়। 

    আবহাওয়া যাই হোক না কেন, বছরের শেষ দিন বলে কথা। সকাল থেকে পিকনিকে কাটলেও বিকেলের পর থেকেই শুরু হয় উন্মাদনা। বর্ষবরণকে কেন্দ্র করে শহরে বিশাল কার্নিভালের আয়োজন করেছে ইংলিশবাজার পুরসভা। কার্নিভাল চলছে বাঁধরোড সংলগ্ন মাঠে। শহরের আইটিআই মোড় থেকে ফ্লাইওভার, রবীন্দ্র অ্যাভিনিউ, ফোয়ারা মোড়, নেতাজি মোড়, বাঁধ রোড চোখধাঁধানো আলোকসজ্জায় মুড়ে ফেলা হয়েছে। সন্ধ্যার পর বেশিরভাগের গন্তব্য ছিল যেন বাঁধরোড।

    বছরের শেষদিনে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট শহরজুড়ে ছিল উৎসবের আমেজ। দিনভর খাওয়াদাওয়া, ঘোরাঘুরি ও পিকনিক করতে দেখা গিয়েছে বিভিন্ন পিকনিক স্পটগুলিতে। বর্ষবরণকে সামনে রেখে দক্ষিণ দিনাজপুর জেলা প্রেসক্লাবের উদ্যোগে বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বালুরঘাট ফ্রেন্ডস ইউনিয়ন মাঠে এই অনুষ্ঠানে মুম্বাইয়ের খ্যাতনামা শিল্পী সচেত ও পরম্পরা সংগীত পরিবেশন করেন।

    এদিকে একটানা পাঁচদিন পর বুধবার সূর্যের দেখা  মেলায়  কয়েকদিনের অস্বস্তিকর আবহাওয়া থেকে অনেকটাই স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ। জেলা আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে বুধবার জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ এবং সর্বনিম্ন ১১.৩ ডিগ্রি সেলসিয়াস। মাঝিয়ান আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের পর্যবেক্ষক সুমন সূত্রধর জানান, বৃহস্পতিবার থেকে দিনের তাপমাত্রা কিছুটা বাড়লেও রাতের দিকে, বিশেষ করে ভোরবেলায় উল্লেখযোগ্যভাবে কমে যাবে।  সেক্ষেত্রে আগামী সপ্তাহে তাপমাত্রা ৮ ডিগ্রিতে নেমে যেতে পারে।

    এদিকে বুধবারও কনকনে ঠান্ডার রেশ বজায় থাকল রায়গঞ্জ তথা উত্তর দিনাজপুর জেলায়। গত কয়েক দিনে ২ ডিগ্রি কমেছে দিনের সর্বোচ্চ তাপমাত্রা। গত ২৪ ঘন্টায় রায়গঞ্জ তথা পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২১.৩ ডিগ্রি সেলসিয়াস। সোম ও মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৩ ডিগ্রি সেলসিয়াস। সেটাই একলাফে ২ ডিগ্রি কমে গিয়েছে। অন্যদিকে, গত ২৪ ঘন্টায় রায়গঞ্জের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.৮ ডিগ্রি। 

    সিকিম আবহাওয়া দপ্তর সূত্রে খবর, উত্তর দিনাজপুর জেলাজুড়ে বুধবারও মেঘের আস্তরণ থাকায় দুপুর পর্যন্ত মুখ দেখা যায়নি সূর্যের। এদিকে এদিন রায়গঞ্জ শহর লাগোয়া আব্দুলঘাটা এলাকায় পিকনিকের আসর বসিয়েছিলেন অনেকেই। রকমারি রান্নাবান্না, গান বাজানো, হইহুল্লোড় করে কাজের দিনে ছুটির মেজাজ দেখা গেল ওই এলাকায়। • নিজস্ব চিত্র।
  • Link to this news (বর্তমান)