সংবাদদাতা, বালুরঘাট: অবশেষে ‘বিদ্রোহী’ কাউন্সিলারদের চাপের মুখে নতি স্বীকার করলেন বালুরঘাট পুরসভার চেয়ারম্যান অশোক মিত্র। বুধবার পুরসভায় এসে ইস্তফার কথা এগজিকিউটিভ অফিসারকে জানান অশোক। ইস্তফার পর পুরসভার সকল কর্মী ও আধিকারিকদের শুভেচ্ছাও জানান তিনি।
এদিন বিকেলে ইস্তফা দিয়ে অফিসের গাড়ি ছেড়ে পুরসভা থেকে হাঁটতে হাঁটতে বেরিয়ে যান অশোক। বেরিয়ে সোজা চলে যান জেলা পরিষদে। জেলাপরিষদের সভাধিপতি চিন্তামণি বিহা ও জেলা সভাপতি সুভাষ ভাওয়ালকে নিয়ে অশোক যান বালুরঘাট সদর মহকুমাশাসক সুব্রত বর্মনের কাছে। তাঁর কাছে ইস্তফাপত্র জমা দেন।
ইস্তফা দিয়ে ভারাক্রান্ত গলায় অশোক এদিনও বলেন, আগেও বলেছি, আমি দলের অনুগত সৈনিক। দল যা নির্দেশ দেবে, আমি তাই করব। দলীয় নির্দেশে ইস্তফা দিলাম।জেলা সভাপতি বলেন,বুধবার দলের নির্দেশে চেয়ারম্যান ইস্তফা দিয়েছেন। নতুন চেয়ারম্যান কে হবেন,এখনও সিদ্ধান্ত হয়নি। প্রসঙ্গত,গত ১৯ ডিসেম্বর পুরসভার ১৪ জন বিদ্রোহী কাউন্সিলার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দেন মহকুমা শাসকের কাছে। পরে আরও দুই মহিলা কাউন্সিলার বিদ্রোহী গোষ্ঠীতে যোগ দেন। তারপর প্রায় একসপ্তাহ অশোক পুরসভায় আসেননি। অনাস্থা ইস্যুতে কয়েকদিন ধরে টানাপোড়েন চলছিল শহরে। অশোকপন্থী ও বিদ্রোহী কাউন্সিলার গোষ্ঠী একে অপরের বিরুদ্ধে হুমকির অভিযোগ তোলে।
অশোকের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব মহকুমা শাসকের অফিসের জমা পড়তেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল প্রকাশ্যে চলে আসে। এই ইস্যুতে নিশ্চুপ থাকেন মন্ত্রী বিপ্লব মিত্র ও জেলা সভাপতি সুভাষ। বিদ্রোহীরা অনাস্থা প্রস্তাব আনলেও অনড় থাকেন অশোক। চেয়ারম্যানের হাতে ৫ জানুয়ারি পর্যন্ত সময় ছিল। অনাস্থা প্রস্তাবের পরপরই ক্রমে নিঃসঙ্গ হয়ে পড়েন চেয়ারম্যান। বাধ্য হয়ে এদিন চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দিলেন অশোক।
এখন অনাস্থা বৈঠক হবে,নাকি বিদ্রোহীদের মধ্যে থেকে কারও নাম চেয়ারম্যান হিসেবে ঘোষণা হবে? সেদিকে তাকিয়ে বালুরঘাটবাসী। ভাবী চেয়ারম্যানকে আগাম শুভেচ্ছাও জানিয়েছেন অশোক। বিদায়ী চেয়ারম্যান বলেন, পুরসভার চেয়ারে যিনি বসবেন, তাঁকে আগাম শুভেচ্ছা জানাচ্ছি।
বিদ্রোহী কাউন্সিলারদের অভিযোগ ছিল, চেয়ারম্যান অশোক শহরের উন্নয়ন করতে পারেননি। এই অভিযোগের উত্তরে এদিন বিদায়ী চেয়ারম্যান বলেন, শহরে প্রচুর উন্নয়ন হয়েছে। তবে উন্নয়ন করার দায়িত্ব শুধু চেয়ারম্যানের নয়। গোটা বোর্ডের। কাউন্সিলাররাও এই বোর্ডের মধ্যে পড়েন। • নিজস্ব চিত্র।