• পৌষমেলা মাঠে স্বচ্ছতা অভিযান বিশ্বভারতী কর্তৃপক্ষের
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বোলপুর : গত রবিবার শেষ হয়েছে শান্তিনিকেতনের ঐতিহ্যবাহী পৌষ মেলা। সোমবার থেকে জাতীয় পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী যথাসময়ে মেলা সম্পন্ন করে মাঠ পরিষ্কারের কাজ চলছে। বুধবার দুপুরে বিশ্বভারতীর অধ্যাপক কর্মীরাও মেলার মাঠে স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেন। পাশাপাশি আদিবাসী মহাদল, স্যানিটেশনের কর্মীরাও এই সাফাই অভিযানে কাজ করে চলেছেন। বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, মেলার মাঠের আশি শতাংশ পরিষ্কারের কাজ শেষ হয়েছে। মাঠ জুড়ে বিক্ষিপ্তভাবে কিছু বাঁশ, কাঠের কাঠামো  ছড়িয়ে রয়েছে। সেগুলিও ব্যবসায়ীরা আগামীকালের মধ্যেই সরিয়ে নেবেন বলে জানা গিয়েছে। এমনকি মাঠে বাঁশ পোতার যেসব গর্ত রয়ে গিয়েছে সেসবও বুজিয়ে ফেলা হবে। 

    এই বিষয়ে বিশ্বভারতীর ভারপ্রাপ্ত জনসংযোগ আধিকারিক অতিগ ঘোষ জানান, 'পরিবেশ আদালতের নির্দেশ অনুযায়ী আমাদের হাতে এখনও সময় আছে। মাঠ পরিষ্কারের কাজ শেষের দিকে। কিছু জায়গায় আবর্জনা রয়েছে সেগুলিও দ্রুততার সঙ্গে পরিষ্কারের কাজ চলছে। আগামীকালের মধ্যে মাঠ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে।’        মাঠ সাফাই চলছে। নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)