নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: যোগীরাজ্যের কুখ্যাত ‘বদায়ুঁ গ্যাং’ রাজ্য পুলিশের ঘুম উড়িয়ে দিয়েছিল। একের পর এক জেলায় সোনার দোকানে ডাকাতি করে এই দলের দুষ্কৃতীরা গা ঢাকা দিচ্ছিল। প্রথমে ফেরিওয়ালার বেশে বাড়িভাড়া নিয়ে এলাকায় রেইকি, তারপর ডাকাতি করে ফিরে যাওয়া-এভাবেই নিখুঁত ‘অপারেশন’ চালাচ্ছিল তারা। অবশেষে এই গ্যাংয়ের ছ’জনকে গ্রেফতার করে জঙ্গিপুর পুলিশ জেলা বড় সাফল্য পেল। ধৃত ছ’জনের মধ্যে তিনজন মহিলা। সূতিতে একটি সোনার দোকানে ডাকাতির ঘটনার তদন্তে নেমে পুলিশ তাদের গ্রেফতার করেছে।
ধৃতদের নাম সুনীল, বিজয় সিং, শ্যামসুন্দর, সোনি, প্রিয়াঙ্কা ও রুবি। তাদের প্রত্যেকের বাড়ি উত্তরপ্রদেশের বদায়ুঁ জেলায়। সূতি থানার পুলিশ বর্ধমান স্টেশন থেকে এই ছ’জনকে গ্রেফতার করে আদালতে পেশ করে। আদালতের নির্দেশে টিআই প্যারেড করানো হয়। এরপর ধৃতদের জেরা করে ঝাড়খণ্ডের পাকুড় থানা এলাকা থেকে সূতির দোকানের চুরি যাওয়া সামগ্রী পুলিশ উদ্ধার করেছে।
পুলিশ জানিয়েছে, ২৮নভেম্বর রাতে সূতির ওই সোনার দোকানে ডাকাতি হয়েছিল। সাত-আটজন দুষ্কৃতী এসে দোকানের নিরাপত্তারক্ষীকে বেঁধে রেখে প্রচুর গয়না লুট করে। অভিযোগ পেয়ে পুলিশ এলাকার সিসি ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখে। ওই অপরাধীরা এরাজ্যের নয় বলে পুলিশ জানতে পারে। তারপর প্রযুক্তিকে কাজে লাগিয়ে অভিযুক্তদের পাকড়াও করা হয়।
বুধবার জঙ্গিপুর পুলিশ জেলার এসপি অমিতকুমার সাউ বলেন, ২৯নভেম্বর দুপুর ২টা নাগাদ আমরা ওই সোনার দোকানে ডাকাতির খবর পাই। অভিযোগ পেয়ে সিসি ক্যামেরার ফুটেজ দেখি। নানা সূত্র থেকে জানতে পারি, ওই গ্যাংটি উত্তরপ্রদেশের। সেরাজ্যের পুলিশও নানা ডাকাতির ঘটনায় এদের খুঁজছিল। আমরা ছ’জনকে গ্রেফতার করে চোরাই সামগ্রী উদ্ধার করেছি।
পুলিশ জানিয়েছে, এরাজ্যের বিভিন্ন জেলায় সোনার দোকানে বদায়ুঁ গ্যাং ডাকাতি করেছে। প্রতিটি জায়গায় মোডাস অপারেন্ডি প্রায় একইরকমের। যে এলাকায় ডাকাতি করা হবে, সেখানে আগে গ্যাংয়ের লোকজন বাড়ি ভাড়া নেয়। সঙ্গে মহিলা থাকায় কেউ সন্দেহ করে না। এরপর তারা ফেরিওয়ালা সেজে এলাকায় রেইকি করে। তারপর বিভিন্ন এলাকায় সোনার দোকানে ডাকাতি করে পালিয়ে যায়। কখনও ভিনজেলায়, আবার কখনও ভিনরাজ্যে গা ঢাকা দেয়। এই গ্যাংয়ের অনুকরণে আরও বেশ কিছু অপরাধীচক্র গড়ে উঠেছিল। সূতির ওই সোনার দোকানে ডাকাতির পর থেকেই বদায়ুঁ গ্যাংকে ধরতে কোমর বেঁধে নামে পুলিশ। মোবাইল নেটওয়ার্কের সূত্র ধরে ও সিডিআর নিয়ে পুলিশ দুষ্কৃতীদের ধরার চেষ্টা চালিয়ে যায়। অবশেষে ১০ডিসেম্বর বর্ধমান স্টেশনে অভিযান চালিয়ে তিন মহিলা সহ ছ’জনকে গ্রেফতার করা হয়। এই গ্যাংয়ের বাকি সদস্যদের পুলিশ খুঁজছে।
বিভিন্ন রাজ্যের পুলিশ ডাকাতির ঘটনায় বদায়ুঁ গ্যাংয়ের খোঁজ চালালেও তাদের নাগাল পাচ্ছিল না। অবশেষে সূতি থানার পুলিশের হাতে তারা ধরা পড়ায় ওই সমস্ত রাজ্যের পুলিশও স্বস্তির নিঃশ্বাস ফেলেছে।