• ঠাকুরবাড়িতে অভিষেককে বাধা দিলে রক্তগঙ্গা বইবে, শান্তনুর ‘ফতোয়া’র পালটা হুঁশিয়ারি মতুয়াদের
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৬
  • সংবাদদাতা, বনগাঁ: রাজ্যে এসআইআর পর্বে যাবতীয় রাজনৈতিক আলোচনা-পর্যালোচনা আবর্তিত হচ্ছে মতুয়াদের ঘিরে। এই আবহে আগামী ৯ জানুয়ারি ঠাকুরনগর ঠাকুরবাড়িতে যাওয়ার কথা রয়েছে সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তাঁর এই সফর নিয়ে এবার তীব্র চাপানউতোর শুরু হল। মতুয়াগড়ে বাড়তে শুরু করেছে রাজনৈতিক উত্তাপও। অভিষেকের ঠাকুরবাড়িতে আসা নিয়ে কার্যত ফতোয়া জারি করেছেন বনগাঁর বিজেপি সাংসদ তথা ঠাকুরবাড়ির সদস্য শান্তনু ঠাকুর। মঙ্গলবার তিনি জানিয়েছেন, ‘এ বাড়িতে পুলিশ নিয়ে আসা যাবে না। ভক্তসুলভ মন নিয়ে আসতে হবে।’ তাঁর এই মন্তব্যের তীব্র নিন্দায় সরব হয়েছেন মতুয়ারা। তাঁদের পাল্টা হুঁশিয়ারি, ঠাকুরবাড়িতে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাধা দেওয়া হলে রক্তগঙ্গা বইবে।

    ঠাকুরবাড়িতে অভিষেকের সফরসূচি ঘোষণা হতেই তীব্র প্রতিক্রিয়া দেন বিজেপি সাংসদ। তিনি দাবি করেন, ‘ভোটের রাজনীতি করতে আসছেন অভিষেক। ঠাকুরবাড়িতে যে কেউ আসতে পারেন। তাতে কোনও আপত্তি নেই। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় যদি পুলিশ ফোর্স নিয়ে ঠাকুরবাড়িতে জোর দেখাতে আসেন, তাহলে ওঁকে পুজো দিতে দেব না। এ বাড়িতে পুলিশ নিয়ে আসা যাবে না। ভক্তসুলভ মন নিয়ে আসতে হবে। এই বাড়ির সদস্যদের নিয়ে কোনও অভিযোগ শুনব না।’ এরপর কার্যত হুমকি দিয়ে শান্তনু বলেন, ‘আমরা জমায়েত রাখব। ওঁর উদ্দেশ্য দেখব। তারপর যা করার করব।’ বিজেপি সাংসদের এমন বিস্ফোরক মন্তব্যের পর স্বাভাবিকভাবেই চুপ করে বসে থাকেনি তৃণমূল। বুধবার সাংবাদিক সম্মেলন করে শান্তনু ঠাকুরকে পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে তৃণমূল সাংসদ মমতা ঠাকুরের অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ। সংঘের সাধারণ সম্পাদক সুকেশ চৌধুরী বলেন, ‘ঠাকুরবাড়িতে অতীতেও রাজনীতির লোকজন এসেছেন। আগামীতেও আসবেন। আমরা সবাইকে স্বাগত জানাব। এই বাড়িকে শান্তনু ঠাকুর নিজের সম্পত্তি মনে করছেন। এই বাড়িতে কে আসবেন, কে আসবেন না, সেটা মতুয়ারা ঠিক করবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কেউ আটকাতে চাইলে ঠাকুরবাড়িতে রক্তগঙ্গা বইবে।’ এরপর তাঁর হুঁশিয়ারি, ‘শান্তনু ঠাকুরকে বলব, রক্তের হোলি দেখতে না চাইলে এই নোংরা রাজনীতি বন্ধ করুন।’ ঠাকুর বাড়ির সদস্যা মধুপর্ণা ঠাকুর বলেন, ‘অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠাকুরবাড়িতে আসবেন, এটা গর্বের বিষয়।’ পাশাপাশি, শান্তনু ঠাকুরকে ওই দিন প্রতিবাদ কর্মসূচি থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি।   নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)