• বঙ্গ বিজেপি: বুথ স্তরে সংগঠনের হতশ্রী দশা নিয়ে ক্ষুব্ধ অমিত শাহ
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বুথ পর্যায়ের সংগঠনে বঙ্গ বিজেপির হতশ্রী দশা নিয়ে ক্ষুব্ধ অমিত শাহ। বুধবার সল্টলেকে দলীয় জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠকে পার্টির রুগ্‌ণ বুথ ম্যানেজমেন্ট নিয়ে দৃশ্যতই হতাশা ব্যক্ত করেছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী। শাহের কথায়, আমার কাছে খবর আছে ভোটের দিন বুথে বুথে বিজেপির এজেন্ট থাকে না। কেন বুথে লোক দেওয়া যাচ্ছে না, তার ব্যাখ্যা চান শাহ। উল্লেখ্য, গোটা রাজ্যের বহু এলাকায় বুথ পর্যায়ে গেরুয়া পার্টির উপস্থিতি নেই। রাজনৈতিকভাবে সচেতন মানুষের কাছে এই তথ্য নতুন নয়। বঙ্গ বিজেপির সংগঠনের দায়িত্বপ্রাপ্ত নেতারা বুথ নিয়ে দিনের পর দিন ‘জল মেশানো’ রিপোর্ট পাঠিয়েছেন দিল্লিতে। প্রকৃত চিত্র পার্টির প্রাক্তন সর্বভারতীয় সভাপতির নজরে রয়েছে, তা এদিন স্পষ্ট করে দিলেন শাহ। সেই কারণেই পার্টির সংগঠন সম্পাদক ও তাঁর চ্যালাদের শাহের ধারেকাছে ঘেঁষতে দেওয়া হয়নি। 

    অন্যদিকে, দলের বিধায়কদের এখন থেকেই এলাকায় নিবিড় জনসংযোগে নামার পরামর্শ দিয়েছেন শাহ। ভোটের দিন বুথে দায়িত্ব নিয়ে দলের প্রতিনিধিত্ব করতে পারবেন, এমন কর্মীদের চিহ্নিত করার কথাও বলেছেন তিনি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর দাবি, সংগঠন ও নিজেদের রাজনৈতিক শক্তির উপর ভিত্তি করে ভোটে লড়ুন। বাংলার মানুষ বিজেপিকে সমর্থন করার জন্য তৈরি আছেন। অন্যদিকে, এদিনের বৈঠকে তাৎপর্যপূর্ণভাবে ডাক পেয়েছিলেন বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। প্রায় আটমাস পর দলের মূলস্রোতে ফিরলেন মেদিনীপুরের প্রাক্তন এমপি। 

    বিবাহবিতর্কের পর দীঘার জগন্নাথ মন্দিরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন দিলীপ। তারপর থেকেই দলে কোণঠাসা হয়ে পড়েন তিনি। সূত্রের দাবি, ‘ঘরের ছেলে’ দিলীপ ঘোষকে ভোটের আগে ফের রাজনীতির ময়দানে সক্রিয় করতে চাইছেন শাহ। পাশাপাশি এদিন বিরোধী দলনেতা, শমীক-সুকান্তের সঙ্গে দিলীপকে নিয়ে আলাদা বৈঠক করেন তিনি। বঙ্গ বিজেপিতে ক্ষমতার ভরকেন্দ্রে ভারসাম্য আনার লক্ষ্যেই এই কৌশল বলে রাজনৈতিক মহলের ব্যাখ্যা। 

    ওদিকে, এদিনই বিকেলে সায়েন্স সিটিতে বৃহত্তর কলকাতার কর্মীদের নিয়ে বিশেষ সভায় যোগ দেন অমিত শাহ। সেখানে উত্তর-দক্ষিণ কলকাতা, যাদবপুর ও দমদম লোকসভা আসনের ২৮টি বিধানসভা কেন্দ্র নিয়ে বিশেষ দাওয়াই দেন তিনি। সংশ্লিষ্ট এলাকায় তৃণমূলের একচ্ছত্র আধিপত্য খর্ব করার পরিকল্পনা নিয়েছে বিজেপি। তাই সেখানে অন্তত ২০টি আসন জয়ের লক্ষ্যমাত্রা বেঁধে দেন শাহ। সেখান থেকে ঠনঠনিয়া কালীবাড়িতে পুজো দিয়ে রাতে দিল্লি উড়ে যান মোদির ডেপুটি।‘দাদা’ ধরে টিকিট মিলবে না: শাহনিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘দাদা’ ধরে টিকিট পাওয়া যাবে না। টিকিটের জন্য কলকাতায় দৌড়াদৌড়ি করেও কোনও লাভ হবে না। যোগ্যতার ভিত্তিতে মিলবে বিধানসভা ভোটে লড়ার টিকিট। দলের সিদ্ধান্তই চূড়ান্ত। আসন্ন বিধানসভা ভোটে বিজেপির টিকিট বিলি নিয়ে রাজ্যের নেতাদের এই কড়া বার্তা দিয়ে গেলেন অমিত শাহ। বুধবার সল্টলেকে বিজেপির বিধায়ক, সাংসদদের নিয়ে বৈঠক হয়। সূত্রের দাবি, ভালো ‘পারফর্ম’ করা বিধায়কদের প্রস্তুত থাকার বার্তা দিয়েছেন শাহ। আর মার্কশিটে ভালো নম্বর জোটেনি, এমন বিধায়করা টিকিট পাবেন কি না, তা স্পষ্ট করেননি শাহ। বিধায়কদের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শ, ‘বুথ কামড়ে পড়ে থাকুন। বাড়ি বাড়ি যান। ছোট ছোট সভা করুন। পাশের যেসব কেন্দ্রে বিজেপি হেরেছে, সেখানে সংগঠন মজবুত করার কাজে সচেষ্ট হন।’
  • Link to this news (বর্তমান)