নিজস্ব প্রতিনিধি, কলকাতা: প্রথম থেকেই নারী ক্ষমতায়নে বাড়তি গুরুত্ব দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ধারাবাহিকতায় এবার রাজ্যের প্রথম মহিলা মুখ্যসচিব হলেন ১৯৯৪ ব্যাচের আইএএস নন্দিনী চক্রবর্তী। এতদিন স্বরাষ্ট্র দপ্তরের অতিরিক্ত মুখ্যসচিবের দায়িত্বে ছিলেন তিনি।
বছরের শেষ দিনেই মুখ্যসচিব হিসেবে কর্মজীবন শেষ করেন ১৯৯১ ব্যাচের আইএএস মনোজ পন্থ। তাঁর মেয়াদ বৃদ্ধি না হলে কাকে মুখ্যসচিব করা হবে, তা নিয়ে কয়েকদিন ধরেই জল্পনা চলছিল নবান্নে। উঠে এসেছিল বিবেক কুমার, প্রভাত মিশ্র থেকে শুরু করে একাধিক নাম। সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বুধবার সন্ধ্যায় নতুন মুখ্যসচিবের নাম প্রকাশ করে নবান্নের কর্মিবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর। এদিন সন্ধ্যায় নন্দিনীর হাতে মুখ্যসচিবের দায়িত্বভার তুলে দেন পন্থ। তবে মনোজ পন্থকে অব্যাহতি দেননি মমতা। অবসরের পর তাঁকে মুখ্যমন্ত্রীর প্রধান সচিব করা হয়েছে। এছাড়াও এদিন একাধিক রদবদল ঘটেছে প্রশাসনে। স্বরাষ্ট্রসচিব হয়েছেন ২০০৪ ব্যাচের আইএএস জগদীশ প্রসাদ মিনা।