• শুভ ২০২৬ আর্থিক উন্নতির যোগ, ভবিষ্যদ্বাণী জ্যোতিষী-শাস্ত্রবিদদের, দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণে সমৃদ্ধির সংকেত
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৬
  • রাহুল চক্রবর্তী, কলকাতা: লক্ষ্মীবারে লক্ষ্মীলাভেই শুভ সূচনা নতুন বছরের! জ্যোতিষী থেকে শাস্ত্রবিদ। প্রত্যেকে এই একটি ইঙ্গিতেই অটল। ইংরেজি ২০২৬ সাল শুরু হল আজ, বৃহস্পতিবার। ঘরে ঘরে মা লক্ষ্মীর আরাধনার দিনেই। ধন-সম্পদ প্রাপ্তি ও সুখী সংসারের প্রার্থনা নিয়ে। আর ঘটনাচক্রে এই লক্ষ্মীবার থেকেই ইংরেজি নতুন বছর পথচলা শুরু করল। ২০২৫ সাল সাক্ষী থেকেছে প্রাকৃতিক দুর্যোগ, অস্থিরতা, হানাহানি, নিয়োগ সংকটের মতো ঘটনার। সেইসব পিছনে ফেলে ২০২৬ সাল শুভ সংকেত দিচ্ছে বলে ভবিষ্যদ্বাণী করেছেন শাস্ত্রবিদরা। তাঁরা আশাপ্রকাশ করেছেন, ২০২৬ সকলের ভালো যাবে। আর্থিক অবস্থার উন্নতি হবে। উপরন্তু দোল পূর্ণিমাতেই চন্দ্রগ্রহণের বিরল যোগ। ৩ মার্চ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের বেশ কিছুটা অংশ ভারত থেকে দৃশ্যমান হবে। ওইদিন দুপুর ৩টে ২০ মিনিটে গ্রহণ স্পর্শ করবে। জ্যোতিষশাস্ত্রবিদ জুগল কিশোর শাস্ত্রী বলেন, ‘নতুন বছর ভালো যাবে। দোল পূর্ণিমায় চন্দ্রগ্রহণ শুভ সংকেত দিচ্ছে। ওইদিন নারায়ণকে তুলসী দান, লক্ষ্মীপুজো শুভ। লক্ষ্মীস্ত্রোত্র পাঠ, জপ উন্নতি নিয়ে আসবে। নতুন ব্যবসা শুরুর জন্যও দিনটা ভালো।’ জ্যোতিষবিদ ভাস্কর বন্দ্যোপাধ্যায়ের কথায়, ‘চন্দ্রের সঙ্গে মনের খুব মিল। মনটা কন্ট্রোল করে চন্দ্রদেব। ফলে উগ্রতা ত্যাগ করে দূরের কথা ভেবে সিদ্ধান্ত নিলে ভালো যোগ রয়েছে।’

    আজ নতুন ভোর দেখল ছাব্বিশ সাল। নতুন বছর, নতুন আশা, নতুন স্বপ্ন, নতুন প্রত্যাশা সাধারণ মানুষের। সকলেই চান, বছরভর সকলের ভালো যাক। বিদ্যমান হোক সুখ-শান্তির পরিবেশ। সেই সূত্রেই ইংরেজি নতুন বছরের আগমনের সঙ্গে আম জনতার কৌতূহল, কেমন যাবে এবছরটা? নতুন প্রাপ্তিযোগের সম্ভাবনা কি আছে? আর এই প্রশ্ন নিয়েই চর্চা-বিশ্লেষণ করেছেন জ্যোতিষ-শাস্ত্রবিদরা। মোটামুটি সকলেরই অভিমত, এবছরটায় কম-বেশি সকলেরই আর্থিক উন্নতির যোগ রয়েছে। গুপ্ত প্রেস পঞ্জিকার প্রধান রাজগণক অচিন্ত্য ভট্টাচার্য বলেন, ‘২০২৫-এর তুলনায় ২০২৬ সাল অনেক ভালো যাবে। উন্নতির যোগ বেশি। বিশেষ করে আর্থিক উন্নতির। কর্মসংস্থানের নতুন সুযোগ তৈরি হবে। অশান্তি-অস্থিরতা কমে মৈত্রীর বন্ধন দৃঢ় হবে। প্রাকৃতিক দুর্যোগ কমবে। আশা করছি, গোটা বছর সকলেরই ভালো যাবে।’ ভাস্করবাবু বলেন, ‘অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে, ভালো যাবে। কম-বেশি সকল রাশির অর্থভাগ্যই ভালো থাকবে। মহাকাশ বিদ্যা, পর্যটন, কৃষি, স্বাস্থ্যে উন্নতি বেশি। দেশ-বিদেশে শত্রুতা ও রাজনৈতিক চাপ বাড়লেও জয় হবে ভারতেরই।’ 

    কয়েকটি রাশির জাতক-জাতিকাদের প্রভূত উন্নতির সম্ভাবনা দেখছেন জ্যোতিষবিদরা। উল্লেখযোগ্য ক্ষেত্র অবশ্যই রাজনীতি। কারণ, এ বছরই বাংলায় বিধানসভা ভোট। জ্যোতিষ শাস্ত্রবিদরা কিন্তু বলছেন, রাজ্যের সামগ্রিক পরিস্থিতি স্থিতিশীল থাকবে। পরিবর্তনের সম্ভাবনা খুব একটা নেই। বরং প্রত্যাবর্তনেরই যোগ প্রবল।
  • Link to this news (বর্তমান)