৬.৫ ডিগ্রি! দার্জিলিংয়ের সঙ্গে পাল্লা শ্রীনিকেতনের
বর্তমান | ০১ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বছরের শেষদিনে শীতের কামড় আরও তীব্র হল দক্ষিণবঙ্গে। কলকাতা ও জেলাগুলির বিভিন্ন জায়গায় বুধবার ছিল চলতি মরশুমের শীতলতম। দক্ষিণবঙ্গের মধ্যে বীরভূমের শ্রীনিকেতনে সর্বনিম্ন তাপমাত্রা নেমে গিয়েছিল ৬.৫ ডিগ্রি সেলসিয়াস। দক্ষিণবঙ্গের অনেক স্থানেই সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রির নীচে নেমেছে। কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ ডিগ্রি। উত্তরবঙ্গের সমতল এলাকার মধ্যে শীতলতম ছিল মালদহ (৯.৫ ডিগ্রি)।
আবহাওয়া দপ্তর জানিয়েছে, আজ, বছরের প্রথম দিনে দক্ষিণবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা কিছুটা বাড়লেও কনকনে শীতের আমেজ বজায় থাকবে। তবে আগামী কয়েকদিনে সর্বনিম্ন তাপমাত্রা ধাপে ধাপে বাড়বে ২-৩ ডিগ্রি। কারণ, পশ্চিম হিমালয়ে একটি পশ্চিমি ঝঞ্ঝা। তাপমাত্রা ফের কমবে ৫ জানুয়ারির পর। উত্তরবঙ্গে সর্বনিম্ন তাপমাত্রা আপাতত স্থিতিশীল থাকবে। বছরের প্রথম দু’দিন দার্জিলিংয়ের উঁচু অঞ্চলে হালকা তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং ও আলিপুরদুয়ারের কোনও কোনও স্থানে হালকা বৃষ্টিও হতে পারে। আবহাওয়াবিদরা জানিয়েছেন, উত্তুরে হাওয়ার সক্রিয়তা ৩১ ডিসেম্বরও ছিল। তবে আকাশ পরিষ্কার থাকায় কলকাতাসহ কিছু স্থানে সর্বনিম্ন তাপমাত্রা কমেছে, কিন্তু কিছুটা বেড়েছে সর্বোচ্চ তাপমাত্রা।