• বর্ষবরণের রাতে ‘ব্লক’ রেইড, ১২টা বাজতেই শহরের বিভিন্ন প্রান্তে শুরু হয় শব্দবাজির দাপট
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বর্ষবরণ উপলক্ষ্যে বুধবার রাতভর কলকাতা শহরে ‘ব্লক’ রেইড চালাল লালবাজার। কলকাতা পুলিশের এক সূত্র জানিয়েছে, মূলত দাগী দুষ্কৃতীদের গ্রেপ্তার করার পাশাপাশি বেআইনি আগ্নেয়াস্ত্র, বোমা, গুলি বাজেয়াপ্ত করতে অভিযানে নামছে লালবাজার। ব্লক রেইডের বিশেষত্ব হল, আগাম ঘোষণা ছাড়াই আচমকা একটি এলাকাকে বেছে নিয়ে চারদিক থেকে সাঁড়াশি অভিযান চালানো। এরফলে দুষ্কৃতীদের পালানোর পথ কার্যত বন্ধ হয়ে যায়। 

    এদিন রাত ২টো পর্যন্ত কলকাতার সমস্ত গুরুত্বপূর্ণ রাস্তার মোড়ে নাকা চেকিং চলেছে। মূলত, বর্ষবরণের রাতে মদ্যপ চালক, বাইক রেসিং, বেপরোয়া গতির যানবাহনের বিরুদ্ধে ব্যবস্থা নিতেই এই উদ্যোগ বলে লালবাজার জানিয়েছে।

    রাত ১২টা বাজতে না বাজতেই শহরের বিভিন্ন প্রান্ত থেকে আতসবাজি ফাটানোর আওয়াজ আসতে শুরু করে। দীর্ঘ সময় ধরে একটানা উত্তর থেকে দক্ষিণে শহরের বিভিন্ন প্রান্তে শব্দবাজি দাপট দেখাতে শুরু করে। নিয়ম অনুযায়ী ইংরেজি নববর্ষের দিন রাত ১১টা ৫৫ থেকে সাড়ে বারোটা পর্যন্ত সবুজ বাজি ফাটানোর নিয়ম রয়েছে। তারপরেও নানা জায়গায় শব্দবাজির আওয়াজ অব্যাহত ছিল বলেই খবর।    

    রাত বাড়ার সঙ্গে সঙ্গে লেক টাউন, পাটুলি, পার্ক স্ট্রিট সহ শহরের বিভিন্ন জায়গায় লোক সমাগম হতে শুরু করে। বিভিন্ন ক্লাব, রেস্তোরাঁগুলোতে বর্ষবরণের উদযাপনের আনন্দে মেতে ওঠেন শহরবাসী। ‘ব্লক’ রেইড যেমন চলেছে তার সঙ্গে সমস্ত জায়গায় কড়া নিরাপত্তার বলয় করেছিল কলকাতা পুলিশ। 

    পার্ক স্ট্রিটের রাস্তায় অ্যালান পার্কের সামনেও বিভিন্ন বয়সের মানুষরা ভিড় জমান। শহরের রাস্তায় মহিলা পুলিশও দেখা গিয়েছে। শুধু পার্ক স্ট্রিট নয়, এদিন রাতে পাটুলির ঝিল পাড়েও বহু মানুষের ভিড় দেখা গিয়েছে। একই চিত্র ফুটে উঠেছে লেক টাউনেও। 
  • Link to this news (বর্তমান)