• সব ক’টি ওয়ার্ডেই সিসি ক্যামেরা বসাচ্ছে উত্তর বারাকপুর পুরসভা
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাকপুর: অপরাধ নিয়ন্ত্রণে এবং অপরাধের কিনারা করতে সিসি ক্যামেরা বড় ভূমিকা পালন করছে বারাকপুর শিল্পাঞ্চলে। এমনই মনে করছে পুলিশ এবং প্রশাসন কর্তৃপক্ষ। তাই ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে উত্তর বারাকপুর পুরসভা তাদের ২৩টি ওয়ার্ডের প্রতিটিতেই সিসি ক্যামেরা বসানোর প্রস্তাব দিয়েছিল। তাদের প্রস্তাব জেলাশাসকের অনুমোদনও পেয়েছে। এই প্রকল্পে গোটা পুরসভা এলাকায় কমপক্ষে ৩০০টি সিসি ক্যামেরা বসানো হবে। এজন্য খরচ ধরা হয়েছে ১ কোটি ১৫ লক্ষ টাকা। খুব শীঘ্রই এই কাজ শুরু হবে।

    এই প্রাচীন পুরসভা এলাকার মধ্যে মণিরামপুর, নবাবগঞ্জ, পলতা, ইছাপুরের মত গুরুত্বপূর্ণ সব জায়গা রয়েছে। এমনকী পলতা এয়ারফোর্স স্টেশনও এই পুর এলাকার মধ্যে। পাশেই সেনাবাহিনীর বারাক। রয়েছে ইছাপুর মেটাল অ্যান্ড স্টিল ফ্যাক্টরি, রাইফেল ফ্যাক্টরির মত গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তাই নিরাপত্তার দিক থেকে খুবই গুরুত্বপূর্ণ এইসব অঞ্চল। তাই পুর কর্তৃপক্ষ ঠিক করেছে, গোটা পুর এলাকা সিসি ক্যামেরায় মুড়ে দেওয়া হবে। গঙ্গা তীরবর্তী ব্রিটিশ আমলের প্রাচীন এই পুরসভায় এক সময়ের চেয়ারম্যান ছিলেন রাষ্ট্রগুরু সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। 

    জানা গিয়েছে, সিসি ক্যামেরা বসানো ছাড়াও ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ প্রকল্পে মোট কুড়ি কোটি টাকার ৫৪৫টি প্রকল্প অনুমোদিত হয়েছে। এগুলির মাধ্যমে রাস্তা, নর্দমা, পার্ক সুন্দর করে সাজানো হচ্ছে। পুরসভার চেয়ারম্যান মলয় ঘোষ জানিয়েছেন, আমরা ৫৪৫টি প্রকল্প পাঠিয়েছিলাম। প্রতিটি প্রকল্পই অনুমোদিত হয়েছে। সেগুলির টেন্ডারও হয়ে গিয়েছে। এর মধ্যে ১৮০টি প্রকল্পের ওয়ার্ক অর্ডার ইস্যু হয়েছে। ৯১ লক্ষ টাকা ইতিমধ্যে চলে এসেছে। দশটি প্রকল্পের কাজও শুরু হয়েছে। তবে আমরা বিশেষ গুরুত্ব দিয়েছি পুরসভা এলাকার ২৩টি ওয়ার্ডেই সিসি ক্যামেরা বসানোর উপর। আমাদের পুরসভা এলাকায় অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান রয়েছে। তাই কমপক্ষে ৩০০টি সিসি ক্যামেরা বসানো হবে। এজন্য খরচ ধরা হয়েছে প্রায় সোয়া কোটি। প্রকল্পটি অনুমোদিত হয়েছে। এর ফলে গোটা পুর এলাকা ক্যামেরার নজরদারিতে চলে আসবে। এই ক্যামেরার মাধ্যমে পুলিশও নজরদারি চালাতে পারবে। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে বড় ভূমিকা পালন করবে এই ক্যামেরাগুলি।
  • Link to this news (বর্তমান)