• আজ ১ জানুয়ারি, উৎসবের আমেজ গোটা রাজ্যে, কোন কোন খবরে নজর?
    এই সময় | ০১ জানুয়ারি ২০২৬
  • আজ ১ জানুয়ারি, দেশজুড়ে উৎসবের আমেজ। বর্ষবরণের আনন্দে গোটা বিশ্ব মাতোয়ারা হয়েছে। গোটা রাজ্যেই নতুন বছরকে স্বাগত জানাতে উপচে পড়েছে ভিড়। ১ জানুয়ারি, রাজ্য সরকারের ছুটি। এ দিন রাজ্যের বিভিন্ন পর্যটনস্থলে উপচে পড়তে পারে ভিড়। বছরের প্রথম দিন কোথায় কত ভিড় হয়, কী ভাবে উদযাপন চলে। রাজ্যে কোথায় দিনভর কী হবে, থাকবে নজর।

    ১ জানুয়ারি রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস। প্রতিবছরই এ দিন প্রথা মেনে অনুষ্ঠান করা হয় তৃণমূলের পক্ষ থেকে। রাজ্যের সর্বত্র, ওয়ার্ডে ওয়ার্ডে, ব্লকে ব্লকে নানা কর্মসূচি নিয়ে থাকে তৃণমূল কংগ্রেস। এই বছরেই দোরগোড়ায় বিধানসভা নির্বাচন। ভোটকে সামনে রেখে প্রতিষ্ঠা দিবসে কী কর্মসূচি নেয় তৃণমূল, দলীয় নেতৃত্বের তরফে কী বার্তা দেওয়া হয়, নজর থাকবে।

    আজ ১ জানুয়ারি ২০২৬ পালিত হচ্ছে কল্পতরু উত্‍সব। মনে করা হয়, মহাপ্রয়াণের কয়েক দিন আগে কাশীপুর উদ্যানবাটীতে এই দিনেই কল্পতরু হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ। নিজের ভক্তদের সব মনোবাঞ্ছা তিনি পূরণ করেছিলেন এই দিনে। কল্পতরু উৎসবে কাশীপুর উদ্যানবাটী ও দক্ষিণেশ্বরে ভক্তদের ঢল নামে।

    বছরের প্রথম দিন ১ জানুয়ারি ব্যাঙ্কে ছুটি। সেই কারণেই গোটা রাজ্যে বন্ধ থাকবে সব ব্যাঙ্কের শাখা। ফলে ব্যাঙ্কে গিয়ে লেনদেন বা অন্যান্য কাজ হবে না। কিন্তু চলবে অনলাইন লেনদেন। বিভিন্ন ব্যাঙ্কের অ্যাপে বা ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে লেনদেন করা যাবে।

  • Link to this news (এই সময়)