• বর্ষশেষের দিনে ধর্মঘটের পথে নেই কলকাতার গিগ কর্মীরা
    এই সময় | ০১ জানুয়ারি ২০২৬
  • এই সময়: দেশের অনেক শহরে গিগ ওয়ার্কার বা ডেলিভারি কর্মীদের ধর্মঘটের প্রভাব পড়লেও কলকাতায় তেমন কোনও প্রভাবই পড়ল না। গ্রসারি থেকে ফুড ডেলিভারি— বর্ষশেষের দিনে মিছিলনগরী কলকাতায় কাজকর্ম ছিল সম্পূর্ণ স্বাভাবিক। গত কয়েক বছর ধরে গিগ কর্মীদের নিয়ে কলকাতার রাজনৈতিক মহলে যথেষ্ট আলোচনা হয়েছে। তৈরি হয়েছে একাধিক সংগঠনও। কিন্তু তার পরেও কেন ধর্মঘটের প্রভাব নেই?

    কল‍কাতার গিগ কর্মীরা জানাচ্ছেন, তাঁরা জাতীয় স্তরের সমস্ত দাবির সঙ্গে সহমত পোষণ করছেন। পারিশ্রমিক বৃদ্ধি থেকে বার বার ব্লক করে দেওয়া, ১০ মিনিটের ডেলিভারি রুল থেকে সামাজিক সুরক্ষার দাবিগুলির সঙ্গে সহমত তাঁরাও। কিন্তু কাজ বন্ধ রাখতে নারাজ এ শহরের ডেল‍িভারি কর্মীরা। পেশায় একটি ফুড ডেলিভারি সংস্থার কর্মী রূপা চৌধুরী বলছেন, ‘৩১ ডিসেম্বরের রাতে প্রচুর আয়। ইনসেনটিভও অনেক বেশি। আমার ধারণা সেই কারণেই এখানে ধর্মঘট হলো না। কারণ এতটা আর্থিক ক্ষতি প্রায় কেউই চাননি।’

    পাশাপাশি অবশ্য সাংগঠনিক দুর্বলতার কথাও উঠে এসেছে। সম্প্রতি বামপন্থী একাধিক সংগঠন এই কর্মীদের নিয়ে ছোটবড় সংগঠন খোলার চেষ্টা করেছে। তাদের ডাকে এর আগে নানা রকম ধর্মঘট, মিছিলও হয়েছে শহরে। এমনই একটি গিগ সংগঠনের সঙ্গে যুক্ত সমাজকর্মী প্রিয়ষ্মিতা দাশগুপ্ত বলছেন, ‘গত কয়েক বছরের তুলনায় সংগঠনগুলির প্রভাব অনেকটাই কমেছে। ফলে এই ধর্মঘটের যথাযথ প্রভাব ও প্রচার হয়নি।’

    আরও এক সংগঠক জয়দীপ ঘোষ বলেন, ‘জাতীয় স্তরের এই ডাকের সঙ্গে কলকাতার যথাযথ সমন্বয়ের অভাব ছিল। বিভিন্ন গিগ কর্মীরা আমাদের সঙ্গে যোগাযোগ করছেন, ধর্মঘটের ভিডিয়ো শেয়ার করছেন। কিন্তু এই আন্দোলনে নামার জন্য আহ্বান দেওয়া হলেও সেই ডাকে কেউই প্রায় সাড়া দেয়নি।’

  • Link to this news (এই সময়)