• বিশেষ প্রচার টিম তৃণমূলের, বঙ্গের ইনফ্লুয়েন্সারদেরও ‘উন্নয়নের পাঁচালি’
    এই সময় | ০১ জানুয়ারি ২০২৬
  • এই সময়: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ১৫ বছরের উন্নয়নের কর্মকাণ্ড নিয়ে রাজ্যের ২৯৪টি বিধানসভায় প্রচারের ঝড় তুলতে তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব দলের শতাধিক নেতাকে দায়িত্ব দিয়েছে। রাজ্যের পোড়খাওয়া মন্ত্রী থেকে নবীন নেতৃত্বকে অন্তত ১টি থেকে ৫টি বিধানসভার দায়িত্ব দেওয়া হয়েছে। এই শতাধিক নেতাকে দায়িত্বপ্রাপ্ত সংশ্লিষ্ট বিধানসভার বুথ স্তরে টানা প্রচারের কাজ কো–অর্ডিনেট করতে হবে। ২৯৪টি বিধানসভার ৮৪ হাজারের বেশি বুথে এই নিবিড় প্রচারের পাশাপাশি দলের নেতাদের নিয়ে ৩৮টি টিম তৈরি করা হচ্ছে বলে তৃণমূলের একাধিক নেতার বক্তব্য। প্রতিটি টিমে মন্ত্রী, সাংসদ থেকে ব্লক অথবা নেতা সভাপতি থাকবে‍ন। এরা নির্দিষ্ট প্রচারের কাজ করবে বলে নেতাদের বক্তব্য।

    অভিষেক বন্দ্যোপাধ্যায় গত শুক্রবার তৃণমূলের নেতা–কর্মীদের নিয়ে যে ভার্চুয়াল বৈঠক করেছিলেন সেখানে এই প্রচার কর্মসূচির প্রাথমিক আভাস দিয়েছিলেন। তৃণমূলের এক সাংসদের কথায়, ‘টিমের সব সদস্যর নাম এখনও জানানো হয়নি। এরা নাগরিক সমাজের বিশিষ্ট ব্যক্তি তথা ইনফ্লুয়েন্সারদের কাছে যাবে। সেই বিশিষ্টদের হাতে ‘উন্নয়নের পাঁচালি’ নিয়ে যে কিট তৈরি করা হয়েছে তা তুলে দেওয়া হবে। মুখ্যমন্ত্রী সমাজের বিভিন্ন অংশের মানুষের জন্য কতগুলি প্রকল্প বাস্তবায়িত করেছেন, তা এই বিশিষ্টদের কাছে ব্যাখ্যা করা হবে।’

    রাজ্য স্তরে পরিচিতি রয়েছে এমন দুশো বিশিষ্ট তথা ইনফ্লুয়েন্সারের তালিকা তৈরি করেছে। একই ভাবে জেলায় জেলায় এমন ১৬০০ জনের তালিকা তৈরি করা হয়েছে। বিশিষ্ট ব্যক্তিদের কাছে যে টিম যাবে সেই টিমে সাংসদ অথবা মন্ত্রী থাকবেন। জেলাভিত্তিক পরিচিতি রয়েছে এমন বিশিষ্টদের কাছে বিধায়ক এবং ব্লক–টাউন সভাপতি যাবেন। তৃণমূলের এক মন্ত্রীর কথায়, ‘শিক্ষা, শিল্প, সাংস্কৃতি জগতের বিশিষ্ট ব্যক্তিদের পাশাপাশি কোনও একটি কমিউনিটির মধ্যে ইনফ্লুয়েন্সারে ভূমিকায় রয়েছেন তাঁদের কাছেও এই টিম যেতে পারে। যেমন রাজবংশী সমাজের কোনও বিশিষ্ট ব্যক্তি কিংবা মতুয়া সম্প্রদায়ের কোনও বিশিষ্ট ব্যক্তির কাছে এই টিম যেতে পারে।’

    এই প্রচার অভিযানে একটি ভোটকুশলী সংস্থার টিম গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে বলে তৃণমূল নেতাদের বক্তব্য। এই ভোটকুশলী সংস্থার টিম তৃণমূলের এই ৩৮টি টিমের প্রত্যেকটি টিমকে প্রচার অভিযানের ক্ষেত্রে প্রয়োজনীয় পরামর্শ দেবে। প্রত্যেকটি টিমকে কতজন বিশিষ্ট ব্যক্তি তথা ইনফ্লুয়েন্সার কাছে পৌঁছতে হবে সেই তালিকা কয়েক দিনের মধ্যে জানিয়ে দেওয়া হবে বলে তৃণমূল সূত্রের খবর। এক সাংসদের ব্যাখ্যা, ‘এই বিশিষ্ট ব্যক্তিরা সমাজে মতামত তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেন। তাঁদের বক্তব্য, অভিমত, বহু মানুষের উপরে প্রভাব ফেলে। সেই কারণেই গত ১৫ বছরে রাজ্যের উন্নয়নে তৃণমূল সরকার বিশদ তথ্য পৌঁছে দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।’

  • Link to this news (এই সময়)