স্বাভাবিকের ৫.৩ ডিগ্রি নীচে কলকাতার পারদ, হাড়কাঁপানো ঠান্ডা আর কতদিন?
আজ তক | ০১ জানুয়ারি ২০২৬
রাজ্য জুড়ে দাপিয়ে ব্যটিং করছে কনকনে শীত। হাড়কাঁপানো শীত অনুভূত হচ্ছে বাংলার প্রতিটি জেলায়। ২০২৫ সালের শেষদিন কলকাতার পারদ নেমেছিল ১১ ডিগ্রিতে। গত ৫ বছরের নিরিখে যা ছিল শীতলতম ডিসেম্বর। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি কম। নতুন বছরের শুরুতেও কি শীতের এই ব্যাটিং অব্যাহত থাকবে। কেমন থাকবে বাংলার ২৩টি জেলার আবহাওয়া? চলুন জেনে নেওয়া যাক হাওয়া অফিসের আপডেট।
হাওয়া অফিসের পূর্বাভাস
আগামী কয়েকদিন কুয়াশার ঘনঘটা থাকবে বেশ কয়েকটি জেলায়। সকালের দিকে বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রামে কুয়াশার দাপট থাকবে। উত্তরবঙ্গের বেশ কিছু জায়গায় দৃশ্যমানতা ৫০মিটারের নীচে নেমে যেতে পারে। বছরের শুরুর কয়েকদিন তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না বলে জানিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের শেষের দিকে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমতে পারে।
দক্ষিণবঙ্গের জেলাগুলির পরিস্থিতি
উত্তর থেকে দক্ষিণ পারদ নামছে হু হু করে। জেলায় জেলায় রীতিমতো পারদ পতনের প্রতিযোগিতা চলছে। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হয়েছে। এছাড়া কেরলের উপর রয়েছে একটি ঘূর্ণাবর্ত। জোড়া ফলায় উত্তরের রাজ্যগুলিতে তীব্র শীত অনুভূত হচ্ছে। উত্তুরে হাওয়ার দাপটে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে জমে যাচ্ছেন মানুষ। শ্রীনিকেতন, সিউড়ি, আসানসোল, নদিয়া–রাজ্যের একাধিক জায়গায় তাপমাত্রা ৬-৮ ডিগ্রির ঘরে নেমে ঠান্ডা আরও তীব্র হয়েছে। আপাতত দক্ষিণবঙ্গের বেশিরভাগ জেলায় বেলা পর্যন্ত কুয়াশা থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা থাকবে ৯ থেকে ১০ ডিগ্রি। কোথাও কোথাও খানিকটা বেড়ে ১২ ডিগ্রি পর্যন্ত হতে পারে। তবে উপকূলের জেলাগুলিতে ১৩ থেকে ১৬ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত উষ্ণতার পারদ চড়তে পারে। তবে রাতের তাপমাত্রায় বিশেষ হেরফের হবে না। হাওয়া অফিস বলছে, নতুন বছরের শুরু থেকে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শীত কিছুটা কমবে। আগামী তিন দিনে দক্ষিণের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রা ধীরে ধীরে ২-৩ ডিগ্রি সেলসিয়াস বাড়বে। তার পরের কয়েক দিন অবশ্য বিশেষ হেরফের হবে না দক্ষিণবঙ্গের আবহাওয়ায়।
উত্তরবঙ্গে কনকনে শীত
উত্তরবঙ্গে এখনও জাঁকিয়ে শীত থাকবে। আগামী তিন দিন উত্তরের জেলাগুলিতে সর্বনিম্ন তাপমাত্রায় বিশেষ পরিবর্তন হবে না। তবে এর পরের চার দিন ধীরে ধীরে কমতে পারে শীত। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, দার্জিলিঙে শুক্রবার পর্যন্ত হালকা বৃষ্টি ও তুষারপাতের সতর্কতা রয়েছে। আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কালিম্পঙেও হতে পারে বৃষ্টি। উত্তরবঙ্গের প্রায় সব জেলায় জারি হয়েছে ঘন কুয়াশার সতর্কতা—দৃশ্যমানতা নেমে যেতে পারে ৫০ থেকে ১৯৯ মিটার পর্যন্ত। সেইসঙ্গে উত্তরবঙ্গে আরও ২-৩ ডিগ্রি কমতে পারে পারদ।
কলকাতার আবহাওয়া
বুধবার ছিল মরশুমের শীতলতম দিন কলকাতায়। সর্বনিম্ন তাপমাত্রা নেমে যায় ১১ ডিগ্রি সেলসিয়াসে। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২০.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৫.৩ ডিগ্রি কম। আজ সর্বোচ্চ তাপমাত্রা ২২ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১১.৬ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে ২.৬ ডিগ্রি কম