• কোন আইনে বিএলএ নয় শুনানিতে, প্রশ্ন মমতার
    আনন্দবাজার | ০১ জানুয়ারি ২০২৬
  • দলের বুথ স্তরের এজেন্টদের (বিএলএ ২) এসআইআরের শুনানি কক্ষে প্রবেশের দাবিতে আরও সুর চড়াল তৃণমূল। দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও মঙ্গলবার বাঁকুড়া বড়জোড়ার সভা থেকে প্রশ্ন তোলেন, ‘‘কোন আইনে বিএলএ-দের ঢুকতে দেওয়া হবে না?’’ বিএলএ-দের সব জায়গায় শিবির করে বসে মানুষের যে নথি প্রয়োজন, তা জোগাড় করে দেওয়ার নির্দেশও দেন তিনি। বিএলএদের ঢুকতে না দেওয়ায় এ দিন হুগলির পোলবা-দাদপুর ব্লক অফিসে গিয়ে ঘণ্টাখানেক শুনানি বন্ধ করে দেন চুঁচুড়ার তৃণমূল বিধায়ক অসিত মজুমদার।
  • Link to this news (আনন্দবাজার)