• কিশোরীর গলায় ছুরি ধরে টাকা চাওয়ার অভিযোগ, শোরগোল উত্তরপ্রদেশের বিজনোরে
    এই সময় | ০১ জানুয়ারি ২০২৬
  • উত্তরপ্রদেশের বিজনোরে নাবালিকাকে খুনের হুমকির অভিযোগ। বুধবার সন্ধ্যায় ওই নাবালিকা নাজিবাবাদ বাজারের একটি পোশাকের দোকানে গিয়েছিল। সেই সময়ে নাবালিকাকে পিছন থেকে এক যুবক চেপে ধরে বলে অভিযোগ। আরও অভিযোগ, এর পরে নাবালিকার গলায় ছুরি ঠেকিয়ে টাকা দাবি করতে থাকে ওই যুবক। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পুলিশি তৎপরতায় প্রায় আধ ঘণ্টার মধ্যে নাবালিকাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। একই সঙ্গে অভিযুক্ত যুবককে গ্রেপ্তার করে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    পুলিশ সূত্রে খবর, বুধবার সন্ধ্যায় একটি পোশাকের দোকানে দুই নাবালিকা কেনাকাটা করছিল। সেই সময় মুখে মাস্ক পরা যুবক দোকানে ঢুকে এক কিশোরীকে পিছন থেকে জাপটে তার গলায় ধারালো ছুরি ধরে। অভিযুক্ত যুবক হুমকি দিতে থাকে, নাবালিকা চিৎকার করলে সে তার গলায় ছুরির কোপ বসিয়ে দেবে। এর পর ওই যুবক বিপুল পরিমাণ টাকা দাবি করতে থাকে। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই ভিড় জমে যায় ওই এলাকায়। সেখানে উপস্থিত অনেকেই অভিযুক্ত যুবককে আটকানোর চেষ্টা করেন। কিন্তু তাতে কোনও লাভ হয়নি।

    সৌভাগ্যবশত বর্ষবরণ উপলক্ষে ওই এলাকায় আগে থেকেই মোতায়েন ছিল নাজিবাবাদ থানার পুলিশ। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে যায় পুলিশ। প্রথমে আলোচনার মাধ্যমে যুবককে শান্ত করার চেষ্টা করা হয়। কিন্তু সে তার দাবিতে অনড় থাকায় পুলিশ কর্মীরা ঝাঁপিয়ে পড়েন অভিযুক্ত যুবকের উপর। এর পর নাবালিকাকে উদ্ধার করে যুবকের হাত থেকে ছুরি কেড়ে নেওয়া হয়। নাবালিকার শরীরে কোনও আঘাত না লাগলেও মানসিক ভাবে ভেঙে পড়েছে সে। তদন্তের স্বার্থে ওই নাবালিকার নাম প্রকাশ করা হয়নি বলে জানিয়েছে পুলিশ।

    অভিযুক্তকে ইতিমধ্যেই গ্রেপ্তার করেছে পুলিশ। জেরায় ওই যুবক জানিয়েছে, তার নাম অজিত এবং সে বারাবাঁকি জেলার বাসিন্দা। জেরায় ওই যুবক আরও দাবি করেছে, শান্তিতে থাকার জন্যে সে জেলে যেতে চান। সেই কারণেই সে এমন ঘটনা ঘটিয়েছে।

    নজীবাবাদ থানার পুলিশ অফিসার নীতেশ প্রতাপ সিং জানিয়েছেন, যুবকটি যেহেতু টাকার দাবিও করেছিল, তাই তার আসল উদ্দেশ্য এখনও পরিষ্কার নয়। এ ছাড়াও খতিয়ে দেখা হচ্ছে কেন সে বারাবাঁকি থেকে নজীবাবাদে এসেছিল। একই সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে ওই যুবকের মানসিক অবস্থাও।

  • Link to this news (এই সময়)