• বর্ষবরণের রাতে গুলিবিদ্ধ হয়ে হত তৃণমূল নেতা, গ্রেফতার ২
    বর্তমান | ০১ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, রায়গঞ্জ: বর্ষবরণের রাতে পিকনিক চলাকালীন গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হল উত্তর দিনাজপুর জেলার যুব তৃণমূলের সহ সভাপতি নব্যেন্দু ঘোষের। অভিযোগ গতকাল, বুধবার মধ্যরাতে রায়গঞ্জের মোহনবাটি এলাকায় তাঁকে গুলি করে খুন করা হয়েছে। খুনের ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে শহরে। জেলার রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। রায়গঞ্জ থানার পুলিশ ইতিমধ্যেই তদন্তে নেমে দু’জনকে গ্রেফতার করেছে বলে জানা গিয়েছে। আজ, বৃহস্পতিবার এই বিষয়ে রায়গঞ্জের পুলিশ জেলার সুপার সোনাওয়ানে কুলদীপ সুরেশ বলেন, খুনের কারণ খতিয়ে দেখা হয়েছে। দু’জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি আগ্নেয়াস্ত্র। এদিন ধৃতদেরকে জেলা আদালতে হাজির করা হবে। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, মোহনবাটি বাজার সংলগ্ন এলাকায় ওই তৃণমূল নেতা তাঁর বাড়ির কাছেই পিকনিক করছিলেন। ওইসময়ে তাঁরই পরিচিত কেউ নব্যেন্দুকে গুলি করে। তৃণমূল নেতার বুকে গুলি লাগে। তড়িঘড়ি নব্যেন্দুকে নিয়ে যাওয়া হয় রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এদিন তাঁর মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন হচ্ছে মেডিকেলের মর্গে।
  • Link to this news (বর্তমান)