বছরের প্রথমদিনে পিকনিক আর ঘোরাঘুরিতে উপচে পড়া ভিড় নদিয়ায়
দৈনিক স্টেটসম্যান | ০১ জানুয়ারি ২০২৬
নতুন বছরের প্রথম দিন থিকথিকে ভিড় ছিল নবদ্বীপ,মায়াপুর ও কল্যাণীর বিভিন্ন জায়গায়। পর্যটকদের ভিড়ে কার্যত তিল ধারণের জায়গা ছিল না। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ঘুরতে এসেছিলেন মানুষ। ফেস্টিভ মুডে আট থেকে আশি, সকলেই গা ভাসিয়েছেন। সঙ্গে ছিল দেদার খাওয়াদাওয়া আর হৈ-হুল্লোড়। এছাড়াও নদিয়া জেলার বিভিন্ন পরিচিত পর্যটনস্থল, কল্যাণী পিকনিক স্পটগুলিতে দেখা গিয়েছে পর্যটকদের ভিড়।
বছরের শুরুর দিনেই ফেস্টিভ মুডে গোটা নদিয়া। দিকে দিকে পিকনিকের হুল্লোড়। আবার কেউ পরিবার নিয়ে বেরিয়ে পড়েছেন ঘুরতে। সবমিলিয়ে বছরের শুরুতে এসে আনন্দে মেতে উঠেছেন মানুুষ। নতুন বছরের প্রথম দিন নবদ্বীপে উপচে পড়া ভিড় ছিল পর্যটকদের। ছুটির আমেজে গা ভাসিয়ে নবদ্বীপ,মায়াপুরের বিভিন্ন মঠ, মন্দিরে মানুষের ভিড় ছিল চোখে পড়ার মতো।