• পিকনিকে গিয়ে খুন রায়গঞ্জের তৃণমূলের যুবনেতা, গ্রেপ্তার ২
    দৈনিক স্টেটসম্যান | ০১ জানুয়ারি ২০২৬
  • পুলিশ সূত্রে খবর, বছরের শেষ দিনে রায়গঞ্জের মোহনবাটি বাজার সংলগ্ন এলাকায় বাড়ির কাছেই বন্ধুদের সঙ্গে পিকনিক করছিলেন নব্যেন্দু। অভিযোগ, সেই সময় আচমকা তাঁর উপর হামলা চালানো হয় বলে। জানা গিয়েছে, বাইকে চড়ে কয়েকজন ঘটনাস্থলে এসে নব্যেন্দুর উপর চড়াও হন। এরপরেই বেধড়ক মারধর করা হয় তৃণমূল নেতাকে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তিনি। স্থানীয়রা গুরুতর জখম নব্যেন্দুকে উদ্ধার করে তড়িঘড়ি রায়গঞ্জ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত বলে ঘোষণা করেন। তৃণমূল যুবনেতার মৃত্যুর ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

    আসন্ন বিধানসভা নির্বাচনের আগে এই খুনের ঘটনায় রাজনৈতিক মহলে নানা জল্পনাও শুরু হয়েছে। নব্যেন্দুর মায়ের দাবি, ষড়যন্ত্র করে খুন করা হয়েছে তাঁকে। তিনি বলেন,’বুধবার রাতে ও আমাকে হ্যাপি নিউ ইয়ার বলে বাড়ি থেকে বেরিয়েছিল। ষড়যন্ত্র করেই এই ঘটনা ঘটানো হয়েছে। নব্যেন্দু এখন কোনও কিছু করত না। পার্টির কর্মসূচিতেও যেত না। দোকানদারি করছিল, বাড়িতে সময় দিচ্ছিল। কে শত্রুতা করে এমন করল, আমরা কিছুই জানি না।’ রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণকল্যাণী বলেন, ‘খুবই দুঃখজনক ঘটনা। এই ঘটনার সঙ্গে রাজনৈতিক সম্পর্ক নেই। ব্যক্তিগত কারণে খুন বলে মনে হচ্ছে। পুলিশ তদন্ত করছে।’ তৃণমূল নেতার মৃত্যুতে তদন্তে নেমেছে পুলিশ। স্থানীয় এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে বুধবার রাতেই দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁদের বৃহস্পতিবার আদালতে পেশ করা হয়েছে।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)