• হিলিতে সীমান্ত পারের চেষ্টা একদল বাংলাদেশি মহিলার, হাতেনাতে ধরল BSF
    এই সময় | ০১ জানুয়ারি ২০২৬
  • ভারত-বাংলাদেশ সীমান্ত থেকে ৯ বাংলাদেশিকে ধরল BSF। আটকের তালিকায় রয়েছে এক নাবালিকা-সহ পাঁচ মহিলা। দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার চকগোপাল বর্ডার আউট পোস্টের (BOP) গোসাইপুরের ঘটনা। এই ৯ জন সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল বলেই অনুমান BSF-এর। বৃহস্পতিবার ঘটনায় চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুর জেলার হিলি থানার চকগোপাল গোসাইপুরে। ঘটনা খতিয়ে দেখছে BSF ও হিলি থানার পুলিশ।

    তবে জিজ্ঞাসাবাদে উঠে এসেছে, মাসখানেক আগে ত্রিপুরা সীমান্ত দিয়ে অবৈধ ভাবে ভারতে ঢুকেছিলেন ওই ৯ জন। বুধবার হিলি সীমান্ত দিয়ে বাংলাদেশে ফেরার পরিকল্পনা ছিল তাঁদের।

    গোপন সূত্রে খবর পেয়ে বিএসএফের ১২৩ নম্বর ব্যাটেলিয়ানের জওয়ানরা তাঁদের ধরে ফেলেন। সপ্তাহ দেড়েক আগে জেলার দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কাঁটাবাড়ি BOP এলাকা দিয়ে সাতজন বাংলাদেশিকে ধরেছিল BSF। তারা অবৈধ ভাবে সীমান্ত পারাপার চেষ্টা করছিল। সেই সময়ে BSF তাঁদের ধরে ফেলে।

    দিন দশেক আগে দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর থানার কাটাবাড়ি BOP এলাকা দিয়ে সাতজন বাংলাদেশিকে ধরেছিল BSF। তাঁরাও অবৈধ ভাবে সীমান্ত পারাপারের চেষ্টা করছিল। সেই সময়ে ধরা পড়ে যায়।

    এ বিষয়ে জেলা পুলিশের এক আধিকারিক জানান, অবৈধ ভাবে সীমান্ত পারাপারের সময়ে ৯ বাংলাদেশিকে ধরা হয়েছে। BSF সবটা দেখছে।

  • Link to this news (এই সময়)