আপনার স্মার্টফোনটি আপনার উপর গুপ্তচরবৃত্তি করছে কি?
আজকাল | ০২ জানুয়ারি ২০২৬
আজকাল ওয়েবডেস্ক: আপনারও কি এমনটা মনে হয় যে আপনার স্মার্টফোনটি আপনার কথা শুনছে? আপনার সঙ্গে কি কখনও এমন হয়েছে যে আপনি কোনো বিষয় নিয়ে কথা বলেছেন, এবং কিছুক্ষণ পরেই সেই একই জিনিস বিজ্ঞাপন বা রিলসে দেখানো শুরু হয়েছে? যদি হ্যাঁ, তাহলে আপনার স্মার্টফোনেও একটি গোপন সেটিং চালু করা প্রয়োজন। এই বিশেষ সেটিংটি চালু করলে আপনার ফোনের সমস্ত গুপ্তচরবৃত্তিকারী কার্যকলাপ নিষ্ক্রিয় হয়ে যাবে।
ডিজিটাল বিশ্বে মানুষ এখন তাঁদের গোপনীয়তা সম্পর্কে আরও সচেতন হচ্ছেন। আশ্চর্যের বিষয় হল, আপনি একটি মাত্র একটি ট্যাপেই ফোনের মাইক্রোফোন, ক্যামেরার মতো সমস্ত সেন্সর চালু বা বন্ধ করতে পারবেন। এভাবে আপনি আপনার গোপনীয়তাকে সম্পূর্ণ নিজের নিয়ন্ত্রণে রাখতে পারবেন। অ্যান্ড্রয়েড স্মার্টফোনে একটি গোপন সেটিং রয়েছে। ‘সেন্সর অফ’ নামের এই ফিচারটি চালু করার পর, ব্যবহারকারী একটি মাত্র বাটনের সাহায্যে ফোনের সমস্ত সেন্সর চালু বা বন্ধ করতে পারবেন। একটি ফোনে অনেক ধরনের সেন্সর থাকে যা আপনার ফোনকে স্মার্টভাবে কাজ করতে সাহায্য করে, কিন্তু অনেক অ্যাপও ব্যাকগ্রাউন্ডে এগুলি ব্যবহার করে। ‘সেন্সর অফ’ সেটিংটি অন করে দিলেই আপনি আপনার ফোনের সমস্ত সেন্সরের নিয়ন্ত্রণ নিতে পারবেন।
সেন্সর অফ সেটিংটি চালু করার সুবিধা শুধু এই নয় যে আপনি আপনার ফোনের সমস্ত সেন্সর নিজের ইচ্ছামতো চালু বা বন্ধ করতে পারবেন। বরং, এটি ব্যবহার করে আপনি আপনার গোপনীয়তা এবং ব্যাটারির আয়ুও বৃদ্ধি করতে পারেন। আমাদের ফোনের অনেক অ্যাপ ফোনের সেন্সর ব্যবহার করে ব্যাকগ্রাউন্ডে ডেটা সংগ্রহ করে। এটি আপনার গোপনীয়তা এবং ফোনের ব্যাটারির আয়ু— উভয়েরই ক্ষতি করে।
সেন্সর অফ সেটিংটি চালু করার জন্য, আপনাকে প্রথমে আপনার ফোনে ডেভেলপার সেটিংস চালু করতে হবে। এটি করা খুবই সহজ। এটি করার জন্য, প্রথমে আপনার ফোনের সেটিংসে যান এবং তারপর নীচের দিকে স্ক্রল করে ‘অ্যাবাউট ফোন’-এ ট্যাপ করুন। এরপর, নীচের দিকে থাকা ‘বিল্ড নাম্বার’ অপশনটিতে একটানা ৭-১০ বার ট্যাপ করুন। এতে আপনার ফোনে ডেভেলপার অপশনস মেনুটি চালু হবে। এরপর, আপনি ‘অ্যাবাউট ফোন’ মেনুর মধ্যেই ডেভেলপার অপশনস মেনুটি দেখতে পাবেন।
ডেভেলপার অপশনস মেনুটি চালু হয়ে গেলে, সেই অপশনটিতে ট্যাপ করুন। এরপর, কুইক সেটিংস ডেভেলপার টাইলস বিভাগে গিয়ে সেন্সর অফ অপশনটি চালু করুন। এরপরে, আপনি আপনার ফোনের কুইক সেটিংসে ‘সেন্সর অফ’ নামে একটি অপশন দেখতে পাবেন। এর মাধ্যমে আপনি ফোনের সমস্ত সেন্সর একসঙ্গে বন্ধ বা চালু করতে পারবেন।