• জীবন যেন স্বস্তিময় হয়
    দৈনিক স্টেটসম্যান | ০২ জানুয়ারি ২০২৬
  • এই বয়সে এসে নতুন বছরের কাছে তেমন কোনও প্রত্যাশা নেই। নতুন বছর আসবে, জীবনটা পালটে যাবে, নতুন দিগন্ত খুলে যাবে, নতুন আশা– এসব নিয়ে আমি বহু দিন আগেই ভাবা ছেড়ে দিয়েছি। কারণ, মানুষ তার কর্মের উপর টিকে থাকে। কর্মের জেরেই তার সাফল্য বা বিফলতা আসে। তার ভাগ্য বিপর্যয় ঘটে অথবা ঘটে না। কিংবা তার ভাগ্য উদয় হয়– এসবে আমি কোনও দিনই বিশ্বাস করি না।

    তবে এও ঠিক যে, সাধারণ মানুষের মধ্যে নতুন বছর নিয়ে একটা প্রত্যাশা থাকে। সব প্রত্যাশা পূর্ণ হয় না, অনেক প্রত্যাশাই অপূর্ণ থেকে যায়, বা নতুন ব্যর্থতা আসে। নতুন বছরের কাছে আমাদের যে চাহিদা তার কোনও অন্ত নেই।

    নিজের কথা বলি, নতুন বছরের কাছে আমার অবশ্যই প্রত্যাশা আছে। এও জানি সেই প্রত্যাশা পূরণ হবে না। তবু সব মানুষের মতোই তো আমিও একজন সাধারণ মানুষ। আমি কল্পনা করি, নতুন বছর সমস্ত দ্বেষ, হিংসা, পারস্পরিক সম্পর্কের অবনতি মিটে যাক। দেশে এবং পৃথিবীতে শান্তি আসুক– এটাই সব সময় প্রার্থনা করি। আজও রাত ১২টার পর আমি এই প্রার্থনা করব পরম ঠাকুরের কাছে। পৃথিবীর কল্যাণ হোক, মানুষের কল্যাণ হোক। সব দিক দিয়ে জীবন যেন স্বস্তিময় হয়— এটাই প্রার্থনা।
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)