সাজার মেয়াদ শেষেও পাক জেলে ‘পচছেন’ ১৬৭ জন ভারতীয়! দ্রুত ফেরত পাঠাতে বলল মোদি সরকার
প্রতিদিন | ০২ জানুয়ারি ২০২৬
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাজার মেয়াদ শেষ হয়ে গিয়েছে। তার পরেও পাকিস্তানের জেলে বন্দি ১৬৭ জন ভারতীয়। তাঁরা সকলেই সাধারণ নাগরিক। বেশ কয়েক জন মৎস্যজীবী রয়েছেন তাঁদের মধ্যে। এই ১৬৭ জনের মুক্তি চেয়ে বৃহস্পতিবার পাকিস্তানকে বার্তা দিল কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার।
২০০৮ সালে ভারত এবং পাকিস্তানের মধ্যে একটি চুক্তি হয়েছিল। সেই চুক্তি মেনে প্রতি বছর ১ জানুয়ারি দুই দেশ অসামরিক বন্দিদের তালিকা আদানপ্রদান করে থাকে। নয়াদিল্লি ইসলামাবাদকে জানায়, তাদের জেলে কত জন পাক নাগরিক বন্দি রয়েছেন। উল্টো দিকে, পাক জেলে কত জন ভারতীয় নাগরিক বন্দি, সেই তথ্য নয়াদিল্লিকে দেয় ইসলামাবাদ। এই তালিকায় জলসীমা লঙ্ঘন করে ধরা পড়া মৎস্যজীবীদের নামও থাকে।
বৃহস্পতিবারও তা-ই হয়েছে। ভারত জানিয়েছে, তাদের জেলে ৩৯১ জন সাধারণ পাক নাগরিক এবং ৩৩ জন মৎস্যজীবী বন্দি রয়েছেন। পাকিস্তানও জানিয়েছে, তাদের জেলে বন্দি রয়েছেন ৫৮ জন সাধারণ ভারতীয় নাগরিক এবং ১৯৯ জন মৎস্যজীবী। তাঁদের মধ্যে যাঁরা সাজার মেয়াদ শেষ করে ফেলেছেন, তাঁদের দ্রুত মুক্তির আবেদন জানিয়েছে নয়াদিল্লি। শুধু তা-ই নয়, ৩৫ জন বন্দিকে দ্রুত ভারতীয় দূতাবাসের সহায়তা দেওয়ারও বার্তা দিয়েছে মোদি সরকার।
বিদেশ মন্ত্রক জানিয়েছে, ২০১৪ সাল থেকে এখনও পর্যন্ত পাকিস্তান থেকে ২৬৬১ জন মৎস্যজীবী এবং ৭১ জন অসামরিক বন্দিকে এ দেশে ফিরিয়ে আনা হয়েছে। নয়াদিল্লি বিশেষ ভাবে শরিফ সরকারকে সে দেশের জেলে বন্দি সমস্ত ভারতীয় এবং ভারতীয় বলে মনে করা হয় এমন অসামরিক বন্দি এবং মৎস্যজীবীদের নিরাপত্তা নিশ্চিত করতে বলেছে।