• শাহী টার্গেটে দুই-তৃতীয়াংশ, ‘জেলার সব আসন আমরা জিতব’, আত্মবিশ্বাসী জ্যোতিপ্রিয়
    প্রতিদিন | ০২ জানুয়ারি ২০২৬
  • অর্ণব দাস, বারাসত: কলকাতা ও শহরতলির চারটি লোকসভার ২৮টি আসনের মধ্যে ২০টি আসনে বিজেপি প্রার্থীদের জয়ী হওয়ার টার্গেট বেঁধে দিয়ে গিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এর মধ্যে উত্তর ২৪ পরগনা জেলার দমদম লোকসভা কেন্দ্রটিও রয়েছে। এরই পালটা হিসেবে জেলার ৩৩টি আসনেই তৃণমূলের জয় নিশ্চিত বলেই বৃহস্পতিবার দাবি করলেন প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। এই জেলায় মতুয়া ভোটব্যাঙ্ক একটা বড় অংশ। জ্যোতিপ্রিয়র দাবি, মতুয়া ভোটও পড়বে তৃণমূলের পক্ষে।

    ১ জানুয়ারি রাজ্যের সর্বত্র উদযাপিত হয়েছে তৃণমূলের ২৯তম প্রতিষ্ঠা দিবস। হাবড়ায় ২৯ ফুটের কেক কেটে দলের প্রতিষ্ঠা দিবস পালন করেন স্থানীয় তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানেই জ্যোতিপ্রিয় মল্লিক জানান, “এই মুহূর্তে তৃণমূলের কোনও বিকল্প নেই। রাজ্য সরকারের সামাজিক প্রকল্পের থেকে সাধারণ মানুষ যেভাবে উপকৃত হয়েছেন, তাতে মানুষ তৃণমূল ছাড়া কোনও রাজনৈতিক দলের কথা ভাববেন না। এসআইআরের নামে মতুয়াদের নাম কেটে দেওয়া হয়েছে। শুনানিতে বৃদ্ধ, অসুস্থদের লাইনে দাঁড়াতে হচ্ছে। তাই মতুয়ারাই মতুয়া গড়ে বিজেপির পাশা উলটে দেবে। জেলার ৩৩টি কেন্দ্রের সবকটি আসনেই জয়ী হবে তৃণমূল।”

    বছর শেষে তিনদিনের জন্য কলকাতা সফরে এসেছিলেন অমিত শাহ। সাংবাদিক বৈঠক করে তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি নিয়ে সরব হন তিনি। রেশন, খাদ্য থেকে নিয়োগ দুর্নীতি ? সব নিয়েই তোপ দেগেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। চ্যালেঞ্জ করে বলেছিলেন, ”ছাব্বিশে দুই তৃতীয়াংশ আসন জিতে বিজেপি বাংলায় সরকার গড়বে।” তাঁর নিশানায় যে রেশন দুর্নীতি মামলায় কারাদণ্ড প্রাপ্ত জ্যোতিপ্রিয় মল্লিকও রয়েছেন, তা বুঝতে সমস্যা হয়নি তাঁরও। আর সেই কারণে শাহর সেই চ্যালেঞ্জের পালটা দিয়ে জ্যোতিপ্রিয় মল্লিকের হুঁশিয়ারি, ”জেলার ৩৩টি আসনেই তৃণমূল জিতবে।”
  • Link to this news (প্রতিদিন)