ইন্দোর: দেশের সবথেকে পরিচ্ছন্ন শহর ইন্দোরে দূষিত জল খেয়ে মৃত্যুর ঘটনায় শিউরে উঠেছে গোটা দেশ। ঘটনায় রীতিমতো অস্বস্তিতে পড়েছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। এরইমধ্যে মেজাজ হারিয়ে এক সাংবাদিককে কটুক্তি করলেন রাজ্যের মন্ত্রী তথা বিজেপি নেতা কৈলাস বিজয়বর্গীয়। তাঁর আচরণের ভিডিয়ো প্রকাশ্যে আসতেই নিন্দার ঝড় উঠেছে। প্রতিবাদে সরব বিরোধী শিবির। ইতিমধ্যে কৈলাসের ইস্তফার দাবি জানিয়েছে কংগ্রেস। এই ঘটনায় সাংবাদিকের পাশে দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘সাবাস অনুরাগ দোয়ারি। এই মুহূর্তে দেশের আপনার মতো প্রতিজ্ঞাবদ্ধ, সাহসী ও একনিষ্ঠ মানুষকে আরও বেশি প্রয়োজন।’
ক্ষতিগ্রস্ত এলাকা ভগীরথপুরা কৈলাস বিজয়বর্গীয়ের বিধানসভা এলাকার অন্তর্গত। বুধবার রাতে সেখানে গিয়েছিলেন নগরোন্নয়নমন্ত্রী। সেখানে এক সাংবাদিকের প্রশ্নের মুখে পড়ে বেজায় চটে যান বিজয়বর্গীয়। ওই সাংবাদিক জানতে চান, বাসিন্দাদের জন্য পরিশ্রুত পানীয় জলের ব্যবস্থা কেন করা হয়নি? একইসঙ্গে ভগীরথপুরায় বেসরকারি হাসপাতালের বিল নিয়েও প্রশ্ন করেন তিনি। এরপরই মেজাজ হারান বিজেপি এই প্রবীণ নেতা। অবজ্ঞার সুরে বলেন, ‘ছেড়ে দিন। ফোকটে অপ্রয়োজনীয় প্রশ্ন করবেন না।’ এর প্রতিবাদ করেন সাংবাদিক। এরইমধ্যে ওই সাংবাদিককে কটুক্তি করেন কৈলাস। ঘটনার ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় প্রকাশ্যে আসতেই শুরু হয় বিতর্ক। চাপের মুখে পড়ে কিছুক্ষণ পরেই অবশ্য ক্ষমা চাইতে বাধ্য হন মন্ত্রী। এক্স হ্যান্ডলে তিনি লেখেন, ‘পরিস্থিতি ঠিক করতে দু’দিন ধরে আমি ও আমার টিমের সদস্যরা না ঘুমিয়ে কাজ করছি। বিষাক্ত পানীয় জল খেয়ে বহু মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। কয়েকজন বাসিন্দার মৃত্যু হয়েছে। শোকের এই আবহে ভুলবশত সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তর দিয়ে ফেলেছিলাম। তার জন্য দুঃখপ্রকাশ করছি। তবে এলাকার মানুষ পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত বিশ্রাম নেব না।’