১ ফেব্রুয়ারি থেকে দাম বাড়ছে সিগারেট, বিড়ি ও পান মশলার
বর্তমান | ০২ জানুয়ারি ২০২৬
নয়াদিল্লি: নতুন বছরের শুরুতে ধূমপায়ীদের জন্য দুঃসংবাদ। আগামী ১ ফেব্রুয়ারি থেকে লাফিয়ে বাড়ছে সিগারেট, বিড়ি এবং অন্যান্য তামাকজাত পণ্যের দাম। নতুন সেস বসবে পান মশলার উপরও। পাশাপাশি তামাকজাত পণ্যের উপর অতিরিক্ত আবগারি শুল্ক চাপানো হচ্ছে। মনে করা হচ্ছে, এর জেরে ১৫ শতাংশ বাড়তে সিগারেটের দাম। এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারির পরই বৃহস্পতিবার নির্মাতা সংস্থা আইটিসির শেয়ারের দর ১০ শতাংশ পড়ে যায়।
এতদিন সিন গুডস অর্থাৎ সিগারেট, বিড়ি সহ তামাকজাত নেশার দ্রব্যের উপর যে কমপেনসেশন সেস বসত, সেটি তুলে নেওয়া হবে। তার পরিবর্তে নতুন কর ধার্য হবে। গত ৩১ ডিসেম্বর কেন্দ্রের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ১ ফেব্রুয়ারি থেকে সিগারেট, পান মশলা এবং অন্যান্য তামাকজাত নেশার দ্রব্যের উপর ৪০ শতাংশ জিএসটি চালু হবে। বিড়ির ক্ষেত্রে তা ১৮ শতাংশ। এর সঙ্গে যুক্ত হবে হেলথ অ্যান্ড ন্যাশনাল সিকিউরিটি সেস আর অতিরিক্ত আবগারি শুল্ক। এসবের জন্য সিগারেট সহ অন্যান্য তামাকজাত পণ্যের দাম এক ধাক্কায় অনেকটাই বাড়বে, বলার অপেক্ষা রাখে না। আগে তামাকজাত দ্রব্যের উপর ২৮ শতাংশ জিএসটির পাশাপাশি অতিরিক্ত ক্ষতিপূরণের সেস চালু রয়েছে। গত বছরের সেপ্টেম্বরে জিএসটির নয়া কাঠামোয় সেই কর বাড়িয়ে ৪০ শতাংশ করা হয়।
জিএসটির হার কমলেও তামাকজাত পণ্য ও পান মশলার দাম যাতে না কমে, তারজন্য শীতকালীন অধিবেশনে বিল পাশ করে মোদি সরকার। বিলে স্বাস্থ্য ও জাতীয় নিরাপত্তা কর এবং অতিরিক্ত আবগারি শুল্ক চাপানোর অনুমতি দেওয়া হয়। তা কার্যকর হচ্ছে ১ ফেব্রুয়ারি থেকে। ১ ফেব্রুয়ারি থেকে পান মশলা, গুটখা এবং এই ধরনের পণ্য তৈরির কারখানায় সিসিটিভি ক্যামেরা বসানো বাধ্যতামূলক করছে কেন্দ্র। ওই ফুটেজ অন্তত ২৪ মাস সংরক্ষণ করে রাখতে হবে উৎপাদনকারী সংস্থাকে। মূলত কর ফাঁকি রোধে এই পদক্ষেপ অর্থমন্ত্রকের। এরই মধ্যে এদিন ‘দ্য টোব্যাকো ইনস্টিটিউট অব ইন্ডিয়া’ এক রিপেোর্টে জানিয়েছে, দেশে বিক্রি হওয়া প্রতি তিনটি সিগারেটের মধ্যে একটি বেআইনিভাবে পাচার হয়ে আসা। বর্ধিত শুল্কের জেরে এই হার আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা প্রবল।