• রাজস্থানের সরকারি স্কুলেও বাধ্যতামূলক সংবাদপত্র পাঠ
    বর্তমান | ০২ জানুয়ারি ২০২৬
  • জয়পুর: মোবাইল ফোনের আসক্তি কাটিয়ে পড়ার অভ্যাসে শান। উত্তরপ্রদেশের পর এবার রাজস্থানেও সরকারি স্কুলে বাধ্যতামূলক করা হল সংবাদপত্র পাঠ। শিক্ষাদপ্তরের জারি করা নির্দেশিকা মোতাবেক, স্কুলে ১০ মিনিট করে সংবাদপত্র পড়তে হবে পড়ুয়াদের। রাজস্থান সরকারের বক্তব্য, এর ফলে পড়ার অভ্যাস শক্তপোক্ত হওয়ার সঙ্গেই স্কুল পড়ুয়াদের সাম্প্রতিক ঘটনাবলি সম্পর্কে জ্ঞান তৈরি হবে এবং বাড়বে ভাষার উপর দখল। রাজস্থানের শিক্ষাদপ্তর প্রকাশিত গাইডলাইন বলছে, উচ্চ মাধ্যমিক স্কুলগুলিতে রোজ অন্তত একটি করে ইংরেজি ও হিন্দি সংবাদপত্র রাখতে হবে। উচ্চ প্রাথমিক স্কুলগুলিতে রাখতে হবে দু’টি হিন্দি সংবাদপত্র। সরকারি ইংরেজি মাধ্যম স্কুলগুলিতেও রাখতে হবে একটি করে ইংরেজি ও হিন্দি দৈনিক। প্রতিদিন প্রার্থনার জমায়েতের সময় সংবাদপত্রগুলি পড়ার ব্যবস্থা করতে হবে। স্কুলশিক্ষা দপ্তরের সচিব কৃষ্ণ কুণাল বলেন, নির্দেশিকায় বলা হয়েছে স্কুল পড়ুয়ারা রোজ বড় জাতীয় ও আন্তর্জাতিক ঘটনা, সম্পাদকীয় ও খেলার খবর পড়বে। তার মাধ্যমেই রোজ নতুন পাঁচটি করে শব্দ ও তার অর্থ শিখবে তারা। খবর পড়ে শোনানোর দায়িত্ব দেওয়া হবে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির পড়ুয়াদের। যেদিন যে পড়ুয়ারা সংবাদপত্র পড়ার দায়িত্বে থাকবে, প্রস্তুতির জন্য তাদের নির্দিষ্ট সময়ের আধ ঘণ্টা আগে স্কুলে আসতে হবে। শিক্ষাদপ্তরের কর্তাদের দাবি, এই উদ্যোগের ফলে পড়ুয়াদের মধ্যে খবর সম্পর্কে আগ্রহ বাড়বে, সাধারণ জ্ঞানের পরিধি বিস্তার হবে, ভাষা সম্পর্কে জ্ঞান বাড়বে।
  • Link to this news (বর্তমান)