নয়াদিল্লি: মোটরসাইকেল বা গাড়ি নয়, মদ্যপ অবস্থাতেই বিমান চালানোর জন্য বোর্ডিং করতে যাচ্ছিলেন এয়ার ইন্ডিয়ার এক পাইলট। শেষ মুহূর্তে কানাডার ভ্যাঙ্কুভার এয়ারপোর্টে তাঁকে আটক করা হয়। ঘটনাটি গত ২৩ ডিসেম্বরের। জানা গিয়েছে, বিমানবন্দরের ‘ডিউটি ফ্রি’ স্টোরের কর্মীরাই কানাডা প্রশাসনকে ওই পাইলটের বিষয়ে সতর্ক করেন। ব্রিদ অ্যানালাইজার পরীক্ষাতেও তিনি ধরা পড়ে যান। তাতেই স্পষ্ট হয়ে যায় যে, পাইলট মদ্যপ অবস্থায় রয়েছেন। এয়ার ইন্ডিয়া অবশ্য জানিয়েছে, ওই পাইলট ফিট না থাকার বিমানে উঠতে দেয়নি কানাডা প্রশাসন।