• নতুন বছরেও চালু হচ্ছে না বুলেট ট্রেন
    বর্তমান | ০২ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: নতুন বছরেও চালু হচ্ছে না দেশের প্রথম হাইস্পিড ট্রেন। অর্থাৎ, ‘বুলেট’ ট্রেন। বৃহস্পতিবার একথা জানিয়েছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব স্বয়ং। এদিন নয়াদিল্লির রেলভবনে তিনি বলেন, ২০২৭ সালের মধ্যে বুলেট ট্রেন প্রস্তুত হয়ে যাবে। আগামী বছর ১৫ আগস্টের মধ্যেই আংশিকভাবে দেশের প্রথম হাইস্পিড ট্রেনের চলাচল শুরু হয়ে যাবে। রেলমন্ত্রী আরও জানান, প্রথম পর্যায়ে সুরাত থেকে বিলিমোড়া পর্যন্ত বুলেট ট্রেন পরিষেবা শুরু হবে।দ্বিতীয় ধাপে বাপি-সুরাত অংশে তা চলবে। তৃতীয় এবং চতুর্থ পর্যায়ে যথাক্রমে বাপি-আমেদাবাদ ও থানে-আমেদাবাদ অংশে এই ট্রেন চালু হবে। সর্বশেষ ধাপ, অর্থাৎ পঞ্চম পর্যায়ে মুম্বই-আমেদাবাদ রুটে যাত্রী পরিষেবা শুরু হবে। গোটা বিষয়কে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রেল বিশেষজ্ঞ মহল। তাদের মতে, মুম্বই থেকে আমেদাবাদ রুটে সম্পূর্ণভাবে হাইস্পিড ট্রেন চলাচল কবে নাগাদ শুরু করা সম্ভব হবে, তা নিয়ে সংশয় রয়েছে। যদিও সরকারি সূত্রের দাবি, ২০২৯ সালের লোকসভা নির্বাচনের আগেই দেশের প্রথম হাইস্পিড ট্রেনের সামগ্রিক চলাচল শুরু হবে। কারণ আগামী লোকসভা ভোটে বুলেট ট্রেন কেন্দ্রের শাসক দল বিজেপি এবং তার সহযোগীদের অন্যতম নির্বাচনী প্রচার এজেন্ডা হতে চলেছে।
  • Link to this news (বর্তমান)