পাটনা: বেগুসরাইয়ে পুলিশের অভিযানে খতম মাওবাদী নেতা দয়ানন্দ মালাকার। মাওবাদীদের উত্তর বিহার সেন্ট্রাল জোনাল কমিটির সভাপতি দয়ানন্দের মাথার দাম ছিল ৫০ হাজার টাকা। বিহার পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স জানিয়েছে, ১৪টিরও বেশি ফৌজদারি মামলায় ওয়ান্টেড ছিল দয়ানন্দ ওরফে ছোটু। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে বেগুসরাইয়ে তাঁর গোপন ডেরায় হানা দেয় পুলিশ ও এসটিএফ। তখনই পুলিশের উপর হামলা চালায় মাওবাদী নেতা ও তার সঙ্গীরা। আত্মরক্ষায় পালটা গুলি চালায় বাহিনীও। গুলি বিনিময়ে গুরুতর জখম হন দয়ানন্দ। নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। আরও জানা গিয়েছে, ঘটনাস্থল থেকে একটি ইনসাস রাইফেল, একটি দেশি পিস্তল ও ২৫টি কার্তুজ উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে মাওবাদী নেতার দুই সঙ্গীকে।