বাংলা-অসমকে ভোটের ‘ভেট’ মোদির, হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার এ মাসেই
বর্তমান | ০২ জানুয়ারি ২০২৬
নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: চলতি বছরেই বিধানসভা নির্বাচন হওয়ার কথা চারটি রাজ্যে। এই তালিকায় বিজেপির কাছে সবথেকে গুরুত্বপূর্ণ ভোট পশ্চিমবঙ্গ এবং অসমের। তাই নতুন বছর পড়তে না পড়তেই নির্বাচনমুখী দুই রাজ্যে শুরু হয়ে গেল ভোটের ‘ভেট’ বিলি। তবে প্রাথমিক পর্বে এক ঢিলে দুই পাখি মারতে উদ্যোগী মোদি সরকার। হাতিয়ার দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেন। সেটির মাধ্যমে সংযুক্ত হতে চলেছে বাংলা-অসম। চলতি জানুয়ারিতেই হাওড়া-গুয়াহাটি বন্দে ভারত স্লিপার ট্রেনের উদ্বোধন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হাতে। সাধারণতন্ত্র দিবসের আগেই এই রুটে পরিষেবা চালু হয়ে যাবে। বৃহস্পতিবার নতুন বছরের প্রথম দিনেই একথা ঘোষণা করেছেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব।
রেলমন্ত্রী জানিয়েছেন, প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনের রুটে যুক্ত হতে চলেছে বাংলার সাতটি জেলা—কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান, হুগলি এবং হাওড়া। অসমের ক্ষেত্রে যুক্ত হবে কামরূপ মেট্রোপলিটন এবং বঙ্গাইগাঁও। এনজেপি-গুয়াহাটি বন্দে ভারত ‘চেয়ার কার’ ট্রেন ইতিমধ্যেই চালু রয়েছে। এবার স্লিপারের চলাচল শুরু হলে উত্তরবঙ্গের মানুষ আরও এক বন্দে ভারত এক্সপ্রেস পাবেন। যদিও এই রুটের অন্যান্য মেল বা এক্সপ্রেস ট্রেনের তুলনায় বন্দে ভারত স্লিপারে মাথাপিছু অন্তত ৮০০ থেকে এক হাজার টাকা বাড়তি গুণতে হবে যাত্রীদের। রেলমন্ত্রীর ঘোষণা, যাত্রীপিছু থার্ড এসির ভাড়া হবে প্রায় ২ হাজার ৩০০ টাকা। সেকেন্ড এসির জন্য কমবেশি তিন হাজার টাকা আর ফার্স্ট ক্লাস এসিতে প্রায় ৩ হাজার ৬০০ টাকার টিকিট হবে। সেখানে হাওড়া-গুয়াহাটি রুটে সরাইঘাট এক্সপ্রেসে থার্ড এসি, সেকেন্ড এসি এবং ফার্স্ট এসির ভাড়া মাথাপিছু যথাক্রমে ১ হাজার ৪১০ টাকা, ১ হাজার ৯৮৫ টাকা এবং ৩ হাজার ৩২০ টাকা। হাওড়া/শিয়ালদহ-গুয়াহাটি কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস এবং কামরূপ এক্সপ্রেসে থার্ড ও সেকেন্ড এসির ভাড়া একই—মাথাপিছু যথাক্রমে ১ হাজার ৩২৫ টাকা এবং ১ হাজার ৮৮০ টাকা। কলকাতা-গুয়াহাটি গরিব রথ এক্সপ্রেসে থার্ড এসির ভাড়া মাথাপিছু ৯৯০ টাকা। এই ট্রেনে অন্য কোনও শ্রেণি নেই। প্রথম বন্দে ভারত স্লিপারে থাকবে ১৬টি কোচ। ১১টি থ্রি টিয়ার, চারটি টু টিয়ার এবং একটি ফার্স্ট এসি। মোট ৮২৩ জন যাত্রী যেতে পারবেন। সন্ধ্যায় হাওড়া থেকে রওনা দিয়ে পরদিন সকালে গুয়াহাটি পৌঁছবে এই স্লিপার ট্রেন।
সম্প্রতি ‘ট্রায়াল রান’ হয়েছে বন্দে ভারত স্লিপার ট্রেনের। পরীক্ষামূলক সেই যাত্রায় ঘণ্টায় সর্বাধিক ১৮০ কিমি গতিবেগও স্পর্শ করা হয়েছে। ভিডিওতে দেখা গিয়েছে, কামরার মধ্যে তিনটি জলভর্তি গ্লাসের উপর আরও একটি কানায় কানায় পূর্ণ গ্লাস রাখা হয়েছে। ট্রেন সর্বাধিক গতিতে চলাকালীন একটি গ্লাস থেকেও জল চলকে পড়েনি। যদিও পরিষেবা চালু হলে ঘণ্টায় ১৮০ কিমি বেগে ট্রেনটি আদৌ কতক্ষণ চলতে পারবে, তা নিয়ে সংশয় রয়েছে।