• ‘মতুয়াদের সঙ্গে ছেলেখেলা করা হচ্ছে’ , এসআইআর ঘিরে পোস্টার, হাবড়ায় রাজনৈতিক বিতর্ক
    বর্তমান | ০২ জানুয়ারি ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ‘ছুরি মেরেছে বিজেপি’—বৃহস্পতিবার সাতসকালে হাবড়ার কুমড়া এলাকায় এই ধরনের পোস্টার ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ায়। পোস্টারে ছিল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের ছবি। স্বাভাবিকভাবে এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক উত্তাপ ছড়িয়ে পড়ে এলাকায়। পাল্টা উস্কানিমূলক পোস্টারের অভিযোগ তুলে পথ অবরোধ করেন বিজেপি কর্মীরা। পরে পুলিশের আশ্বাসে পরিস্থিতি স্বাভাবিক হয়। জানা গিয়েছে, এসআইআরে চূড়ান্ত দুশ্চিন্তায় রয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষরা। বনগাঁ থেকে হাবড়া সর্বত্রই মতুয়াদের নাগরিকত্ব থাকবে কি না, তা নিয়ে বিস্তর প্রশ্ন রয়ে গিয়েছে। দীর্ঘদিন কেটে গেলেও সিএএর মাধ্যমে তারা নাগরিকত্ব পাননি। নির্বাচন এলেই বিজেপি নাগরিকত্বের গাজর ঝুলিয়ে মতুয়াদের মন জয় করে। কিন্তু ভোট পেরিয়ে গেলেই, এ নিয়ে তাদের মুখে কুলুপ আঁটা থাকে বলে দাবি তৃণমূলের। অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ জানিয়েছে, মতুয়াদের কয়েক লক্ষের নাম বাদ পড়বে। যদিও নাম বাদ গেলেও, তা সহ্য করে নেওয়ার নিদান দিয়েছিলে বনগাঁর বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর। স্বাভাবিকভাবে উদ্বেগ ক্রমশ বাড়ছে মতুয়া সম্প্রদায়ের মানুষের। বিজেপি নেতা সত্যজিৎ বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর ছবি নিয়ে তৃণমূল পোস্টার ছড়িয়ে এই ধরনের অপপ্রচার করছে। পোস্টারের ভাষা দেখলেই তা পরিষ্কার হয়ে যাবে। মতুয়া সম্প্রদায়ের মানুষদের পাশে রয়েছে বিজেপি সরকার। অমিত শাহজি নিজে বলে গিয়েছেন মতুয়াদের চিন্তা করার কোনও কারণ নেই। সবাই নাগরিকত্ব পাবেন। তাই ওই পোস্টারের প্রতিবাদে এদিনের অবরোধ। অন্যদিকে মতুয়া সংগঠনের সদস্য বাপি মজুমদার বলেন, নাগরিকত্বের নামে গাজর ঝুলিয়ে রেখেছে বিজেপি শাসিত কেন্দ্রীয় সরকার। আর মানুষের ক্ষোভের এটাই বহিঃপ্রকাশ। এ নিয়ে বিজেপিকে আক্রমণ করে হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, মতুয়া সম্প্রদায়ের মানুষের  অসহায়তা নিয়ে রাজনীতি করছে বিজেপি। আমরা ওদের পাশে রয়েছি। তিনি আরও বলেন, বিধানসভা নির্বাচনে উত্তর ২৪ পরগনা জেলার ৩৩টি আসনেই জিতবে তৃণমূল। বনগাঁর চারটি আসন আমরা জিতব। মতুয়ারা নিজেদের ভুল বুঝতে পারছেন।
  • Link to this news (বর্তমান)