নামখানায় অবরোধ বিজেপির, বছরের প্রথম দিনেই হয়রানি
বর্তমান | ০২ জানুয়ারি ২০২৬
সংবাদদাতা, কাকদ্বীপ: ইংরেজি নববর্ষের প্রথম দিনে বকখালিতে ঘুরতে এসে সমস্যায় পড়লেন পর্যটকরা। এক ঘণ্টা ধরে ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর গাড়ি নিয়ে দাঁড়িয়ে রইলেন তাঁরা। জানা গিয়েছে, এদিন বকখালি পর্যটন কেন্দ্রের পার্কিং টেন্ডার নিয়ে গন্ডগোল শুরু হয়। এরপরই বিজেপির কর্মী ও সমর্থকেরা নামখানার ফ্রেজারগঞ্জের জেটিঘাট এলাকায় ১১৭ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখান। প্রায় এক ঘণ্টা ধরে অবরোধ চলে। ফলে জাতীয় সড়কের উপরে পর্যটকদের প্রচুর গাড়ি লাইন দিয়ে দাঁড়িয়ে যায়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।
এবিষয়ে বিজেপি নেতা তথা নামখানা পঞ্চায়েত সমিতির বিরোধী দলনেতা শ্রীমন্ত মণ্ডল বলেন, বকখালি পর্যটন কেন্দ্রে গাড়ি পার্কিংয়ের জন্য টাকা নেওয়া হয়। ওই টাকা কে তুলবে, তা টেন্ডারের মাধ্যমে পঞ্চায়েত সমিতি ঠিক করে। কিন্তু এবছর এখনও টেন্ডার করা হয়নি। বেআইনিভাবে একটি সংস্থাকে টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছে। এই ঘটনার প্রতিবাদেই এদিন বিজেপির পক্ষ থেকে পথ অবরোধ করা হয়। পুলিশ প্রশাসনকে বিষয়টি জানানো হয়েছে। নামখানা পঞ্চায়েত সমিতির সভাপতি অভিষেক দাস বলেন, গঙ্গাসাগর ও বকখালি উন্নয়ন পর্ষদের নির্দেশেই ওই সংস্থাকে পার্কিংয়ের টাকা তোলার দায়িত্ব দেওয়া হয়েছে। আইন মেনেই এই কাজ করা হয়েছে। নিজস্ব চিত্র