শুক্রবার সকালে জলপাইগুড়ি জেলার ময়নাগুড়ি শহরের পুরাতন বাজারে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একাধিক দোকান। ময়নাগুড়ি, জলপাইগুড়ি থেকে দমকলের ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে।
চলতি অ্যাসেজ় সিরিজ়ের সিডনির ম্যাচ শেষ হলেই অবসর নেবেন, এমনটাই জানালেন অস্ট্রেলীয় ক্রিকেটার উসমান খোয়াজা। দেশের হয়ে মোট ৮৭টি ম্যাচ খেলেছেন এই টেস্ট প্লেয়ার। ৪৩.৩৯-এর ব্যাটিং অ্যাভারেজ-সহ মোট ৬২০৬ রান করেছেন। ব্যক্তিগত ভাবে সর্বোচ্চ স্কোর ২৩২। শুক্রবার সিডনি ক্রিকেট গ্রাউন্ডে এই কথা জানিয়েছেন কিংবদন্তী খেলোয়াড়।
জাতীয় সড়কে তল্লাশি করে প্রায় ১৫০ কিলোগ্রাম অ্যামোনিয়াম নাইট্রেট উদ্ধার করল পুলিশ। বুধবার রাতে রাজস্থানের টঙ্ক জেলায় তল্লাশি অভিযান চালানোর সময়ে এই বিস্ফোরক পদার্থ উদ্ধার করে রাজস্থান পুলিশ। ঘটনায় সুরেন্দ্র মোচি এবং সুরেন্দ্র পাটওয়া নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বর্ষবরণের রাতে বন্ধুদের সঙ্গে পার্টি করতে গিয়ে ১৫ তলা আবাসনের ছাদ থেকে পড়ে গিয়ে মৃত্যু হলো এক যুবকের। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে গ্রেটার নয়ডার বিশরাখ এলাকায়। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির নাম বিনিথ (৩১)। কী ভাবে মৃত্যু হলো তার তদন্তে পুলিশ।
বছরের শুরু থেকেই ঝোড়ো ব্যাটিং শীতের। নতুন ইংরেজি বছরের প্রথম দিনে তাপমাত্রা ১১.২ ডিগ্রি সেলসিয়াস। আলিপুর আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, গত ১৮ বছরের মধ্যে বৃহস্পতিবারই শীতলতম ১ জানুয়ারির রেকর্ড গড়ল কলকাতা। শুধু মহানগরী নয়, দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্রই মোটের উপরে একই অবস্থা। বিশেষ করে পশ্চিমাঞ্চলের প্রায় সব জেলাতেই সর্বনিম্ন তাপমাত্রা সিঙ্গল ডিজিটে।