• শেষ হবে রাষ্ট্রপতি শাসন? মণিপুরের পরিস্থিতি খতিয়ে দেখবেন অমিত শাহ
    এই সময় | ০২ জানুয়ারি ২০২৬
  • মণিপুরে ফের সরকার গঠন করার দাবি উঠেছে। ইতিমধ্যেই সেই রাজ্যের দলের বিধায়কদের সঙ্গে নিয়ে বৈঠকও করেছেন বিজেপির শীর্ষ নেতৃত্ব। অন্য দিকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন জারি করার প্রায় এক বছর পরেও সেখানকার পরিস্থিতি স্বাভাবিক হয়নি। চলতি বছরের ফেব্রুয়ারি মাসেই সেখানে শেষ হচ্ছে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ। তার আগেই সেই রাজ্যের পরিস্থিতি খতিয়ে দেখবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ, শুক্রবারই, এই নিয়ে একটি উচ্চ-পর্যায়ের বৈঠক করতে চলেছেন তিনি।

    প্রসঙ্গত, ২০২৩ সালের মে মাসে কুকি এবং মেইতেইদের মধ্যে জাতিগত সংঘর্ষে উত্তপ্ত হয় মণিপুর। ওই সংঘর্ষে মৃত্যু হয় প্রায় ২৬০ জনের। পরিস্থিতি স্বাভাবিক করার জন্য একাধিক পদক্ষেপ করা হলেও তা হয়নি। এর জেরে গত বছরের ফেব্রুয়ারি মাসে মণিপুরের মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিতে হয় এন বীরেন সিংকে। তার পরেই, গত বছরের ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি শাসন জারি করা হয় মণিপুরে। গত বছরের অগস্ট মাসে সংসদের অনুমতি নিয়ে আরও ৬ মাসের জন্য সেখানে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ বৃদ্ধি করা হয়েছিল। আগামী ১৩ ফেব্রুয়ারি সেই মেয়াদ শেষ হতে চলেছে।

    সূত্রের খবর, এর পরেও সেখানে শান্তি ফিরে আসেনি। সেই কারণে রাজনৈতিক ভাবে সমস্যার সমাধান করার পক্ষপাতী মণিপুরের বিজেপি নেতৃত্ব। আর এই সবের মধ্যেই আজ পরিস্থিতি খতিয়ে দেখতে বৈঠক করবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। ওই বৈঠকে থাকার কথা মণিপুরের রাজ্যপাল অজয় কুমার ভাল্লা, নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং, মণিপুরের মুখ্যসচিব পিকে গোয়েল, রাজ্য পুলিশের ডিজি রাজীব সিং এবং অন্যান্য আধিকারিকদের।

    কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে খবর, ইতিমধ্যেই দিল্লি চলে এসেছেন ওই আধিকারিকরা। ওই বৈঠকে মূলত আইন-শৃঙ্খলা, নিরাপত্তা ব্যবস্থা এবং উন্নয়নমূলক উদ্যোগ সম্পর্কিত বিষয়গুলি নিয়ে আলোচনা হবে। গত আড়াই বছর ধরে হিংসার শিকার সম্প্রদায়ের বসবাসকারী এলাকার আশেপাশের পরিকাঠামো পুনর্নির্মাণের লক্ষ্যে উন্নয়নমূলক উদ্যোগগুলি নিয়েও আলোচনা হবে বলেও আশা করা হচ্ছে। যদিও সেখানে রাষ্ট্রপতি শাসনের মেয়াদ আরও বৃদ্ধি করা হবে কী না তা নিয়ে এখনও কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি।

    তবে, এমন সময়ে এই বৈঠক হতে চলেছে যখন সেখানকার বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা সরকার গঠন করার সম্ভাবনার কথা বলছেন। এই বৈঠকের মধ্যে দিয়ে তারই সূচনা হবে বলেও মনে করছেন তাঁরা।

  • Link to this news (এই সময়)