বিধানসভা নির্বাচনের প্রচার পর্ব শুরু করছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে একটি জনসভায় উপস্থিত থাকবেন তিনি। ব্রিগেড সমাবেশের পরে এই প্রথম এই সভার মঞ্চে বিশেষ র্যাম্প তৈরি করা হয়েছে। মানুষের মাঝে গিয়ে বক্তৃতা দিতে দেখা যাবে অভিষেককে।
মালদার চাঁচলে রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর পরিবর্তন সংকল্প সভা রয়েছে। পুলিশের আপত্তি উড়িয়ে শর্তসাপেক্ষে এই সভার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। দুপুর ১টায় এই সভা হওয়ার কথা। এ দিন কোচবিহারেও একটি সভা রয়েছে BJP-র। ওই সভায় উপস্থিত থাকবেন BJP নেতা তথা অভিনেতা মিঠুন চক্রবর্তী।
আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নবান্ন সভাগৃহে এক মেগা প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বৈঠকে রাজ্যের সব জেলাশাসক, পুলিশ সুপার ও শীর্ষস্থানীয় আধিকারিকরা উপস্থিত থাকবেন। আসন্ন নির্বাচনের প্রেক্ষিতে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ছাড়া বাংলাদেশ পরিস্থিতি ও সাম্প্রতিক কিছু গ্রেপ্তারির পরিপ্রেক্ষিতে রাজ্যের আইনশৃঙ্খলা এবং নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে পুলিশকে কড়া বার্তা দিতে পারেন তিনি।
বছরের প্রথম ম্যাচে নামছে ইস্টবেঙ্গলের মহিলা দল। প্রতিপক্ষ নিতা ফুটবল দল। কল্যাণী স্টেডিয়ামে দুপুর আড়াইটে থেকে শুরু হবে ম্যাচ। ইন্ডিয়ান উইমেন্স লিগে প্রথম তিনটে ম্যাচ জিতে ভালো ছন্দে রয়েছে ইস্টবেঙ্গল।